ত্বকের যত্ন নিন, নিজেকে রূপ ও লাবণ্যে ভরিয়ে তুলুন

Last Updated:

রোজ মুখের ও ত্বকের যত্ন নিন আর অন্যের চোখে হয়ে উঠুন আকর্ষণীয়, কিন্তু কীভাবে রইল অজানা কিছু ঘরোয়া উপায় ৷

#কলকাতা: রোজ মুখের ও ত্বকের যত্ন নিন আর অন্যের চোখে হয়ে উঠুন আকর্ষণীয়, কিন্তু কীভাবে রইল অজানা কিছু ঘরোয়া উপায় ৷ যা আপনাকে রূপ-লাবণ্যে ভরিয়ে তুলবে সৌন্দর্য বৃদ্ধি করবে কয়েকগুণ ৷ হাতের কাছে থাকা উপাদানের রূপ ও লাবণ্যে নিজেকে ভরিয়ে তুলুন ৷ উপাদানগুলি হল হলুদ, নারকেল তেল, অ্যালোয়বেরা, বেকিং সোডা, লেবু, পেঁপে, শশা, মধু, অলিভ অয়েল, গ্রীন টি, কড লিভার অয়েল, গোলাপ জল, গাজরের রস, করলার রস, কমলালেবুর রস, দুধ, কলা ইত্যাদি ৷
হলুদ গুঁড়ো
ঝলমলে ত্বক পেতে হলুদের সঙ্গে ময়দা ও দুধ বা জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন বেশ ভাল করে ফেটিয়ে নিন ৷ যখন মিশ্রণটি সম্পূর্ণ হবে মেখে নিন মুখ, গলা ও ঘাড়ে ৷ ১৫-২০ মিনিট রাখার পরে ধুয়ে নিন ৷ সপ্তাহে এক অথবা দু'বার এই ভাবে ত্বকের যত্ন নিলে আপনি তফাৎ বুঝতে পারবেন নিজেই ৷
advertisement
advertisement
নারকেল তেল
বিশুদ্ধ নারকেল তেল উষ্ণ গরম করে তাতে একটু চিনি মিশিয়ে নিন গলা, ঘাড় ও মুখে মেখে নিন বেশ কয়েক মিনিট (১০-১৫) ম্যাসাজ করুন তারপর ছেড়ে দিন সারা রাত সপ্তাহে দু'দিন এমন করলেই ফল পাবেন হাতে নাতে ৷ প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নারকেল তেল মেখে নিন ৷ চামড়া হবে চকচকে ৷ শুকনো চামড়ার ক্ষেত্রে বড় ভাল উপকার পেতে পারেন ৷ তবে যাঁদের তৈলাক্ত চামড়া তাঁরা তেলের পরিমাই একটু কমই রাখতে পারেন ৷
advertisement
আজ ত্বকের লাবণ্য বাড়িয়ে তুলতে আলোচনা করলাম হলুদ গুঁড়ো ও নারকেল তেল কীভাবে কাজে আসে ৷ এরপরে বাকি উপাদানগুলির নিয়ে আলোচনা করব ৷ আপনাদের দেব অন্যের চোখে নিজেকে সুন্দরী করে তোলার একাধিক পদ্ধতি আপাতত এই দুই পদ্ধতিতেই কয়েক গুণ নিজের রূপ ও লাবণ্য বাড়িয়ে তুলুন ৷ নিজেকে অন্যের চোখে করে তুলুন আকর্ষণীয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকের যত্ন নিন, নিজেকে রূপ ও লাবণ্যে ভরিয়ে তুলুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement