Viral: Elephant calf thanks IFS officer : মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কৃতজ্ঞতা, আধিকারিককে শুঁড়-আলিঙ্গন হস্তীশাবকের

Last Updated:

Viral: Elephant calf thanks IFS officer : দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক (IFS Officer) পরভিন কাসওয়ানকে (Parveen Kaswan) শুঁড় দিয়ে জড়িয়ে ধরছে এক হস্তীশাবক ৷

মানুষের তৈরি ভাষায় কথা বলতে পারে না পশুপাখিরা ৷ কিন্তু তারা সহমর্মিতা ও ভালবাসার ভাষা ঠিকই বুঝতে পারে ৷ ইদানীং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের হৃদয় ৷ সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক (IFS Officer) পরভিন কাসওয়ানকে (Parveen Kaswan) শুঁড় দিয়ে জড়িয়ে ধরছে এক হস্তীশাবক ৷ ট্যুইটারে ক্যাপশনে ওই আধিকারিক জানিয়েছেন, হাতির বাচ্চাটিকে (Elephant Calf) তামিলনাড়ুতে (Tamil Nadu) বনকর্মীরা উদ্ধার করেছেন ৷ পরে হস্তীশাবকটি তার মায়ের কাছে ফিরে যায় ৷
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আধিকারিকের পা শুঁড় দিয়ে জড়িয়ে ধরেছে শাবকটি ৷ যেন ধন্যবাদ জানাচ্ছে তাকে উদ্ধার করার জন্য ৷ ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ভালবাসার কোনও ভাষা হয় না ৷ একটি হস্তীশাবক জড়িয়ে ধরেছে এক বন আধিকারিককে ৷ এই শাবকটিকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তার মায়ের কাছে৷’’ অন্য একটি ট্যুইটে কাসওয়ান বলেছেন, এই ছবিটি আসলে ‘বিশুদ্ধ আনন্দ’ ৷ এবং ছবিটির জন্য তিনি তামিলনাড়ু বন দফতরকে কৃতিত্ব দিয়েছেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ওয়ালেট খুইয়েও খাবার ডেলিভারি কর্মীর,‘নিষ্ঠা’ ঘিরে দ্বিখণ্ডিত ট্যুইটার
ছবিটি অনলাইনে শেয়ার করা হয়েছে ১৪ অক্টোবর ৷ ছবিটিতে এখনও অবধি ১৪ হাজারের বেশি ‘লাইক’ এসেছে ৷ এক জন নেটিজেন লিখেছেন ‘একজন পশু মানুষের থেকে বেশি বোঝে ভালবাসা’ ৷ অনেকে আবার এই ছবিকে বলেছেন ইন্টারনেটের কিউটেস্ট ছবি ৷ কেউ লিখেছেন, ‘লভ ভাইভস’ ৷
advertisement
আরও পড়ুন : পুষ্টিগুণে অতুলনীয় করলার রস রোজ খান? এর ক্ষতিকর দিকগুলো জানেন তো?
এর আগে আইএএস আফিসার সুপ্রিয়া সাহু একটি ক্লিপ শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছিল তামিলনাড়ুর নীলগিরি অরণ্যে মুদুমালাই জাতীয় পার্কে একটি হস্তীশাবককে উদ্ধার করা হয়েছে ৷ সেখানে শাবকটিকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ পরে সেটিও তার মায়ের কাছে ফিরে যেতে পেরেছিল ৷ শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছিল তার মাকে খোঁজার সময় আধিকারিকদের বাধ্য শিশুর মতো অনুসরণ করছে শাবকটি ৷
advertisement
সেই ভিডিওটি ট্যুইটারে ৫ লাখ বার দেখা হয়েছে ৷ লাইক পেয়েছে ৫৯০০ টি ৷ হস্তীশাবকটির খেয়াল রাখার জন্য বনদফতরকে ধন্যবাদ জানান নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Elephant calf thanks IFS officer : মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কৃতজ্ঞতা, আধিকারিককে শুঁড়-আলিঙ্গন হস্তীশাবকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement