Mushroom Pakora Recipe: মাছ-মাংস ফেল! মাশরুমের সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে বানান জিভে জল আনা পকোড়া, রইল সহজ রেসিপি

Last Updated:

Mushroom Pakora Recipe:স্বাদে অদ্বিতীয় এই পকোড়া, পকোড়া বলতে চিকেন পকোড়ার নাম সর্বপ্রথম উঠে এলেও চিকেন ছাড়াও বেশ কিছু পকোড়ার স্বাদ ও জনপ্রিয়তা মন্দ নয়, সেই দিক থেকে দারুন জনপ্রিয়তায় মাশরুম পকোড়া

+
মাশরুম

মাশরুম পকোড়া

রাকেশ মাইতি, হাওড়া: মাশরুম পকোড়া! স্বাদে অদ্বিতীয় এই পকোড়া। পকোড়া বলতে চিকেন পকোড়ার নাম সর্বপ্রথম উঠে এলেও চিকেন ছাড়াও বেশ কিছু পকোড়ার স্বাদ ও জনপ্রিয়তা মন্দ নয়। সেই দিক থেকে দারুণ জনপ্রিয়তায় মাশরুম পকোড়া। মাছ বা মাংসের স্বাদ একঘেয়েমি ? তাহলে এই পকোড়া ট্রাই করতেই পারেন। অন্যরকম স্বাদে মাশরুম পকোড়া বেশ আকর্ষণীয় হতে পারে। সামান্য উপকরণ হলেই বাড়িতে বানাতে পারেন সুস্বাদু মাশরুম পকোড়া। এই পকোড়া ঘরোয়া এবং যেকোনও অনুষ্ঠানে স্টার্টার হিসেবেও চলতে পারে। গরম গরম এই পকোড়া জিভে দিলেই মিলিয়ে যাবে। বাইরে থেকে ক্রাঞ্চি, ভিতরে নরম। যা ছোট বড় সকলের মন মজবে। পকোড়ায় একটু অন্য স্বাদ পেতে হলে এই মাশরুম পকোড়ার জুড়ি নেই। আবার চিকেন পকোড়ার স্বাদ যাদের জিভে একঘেয়েমি তাদের জন্য আরও উত্তম রেসিপি হতে পারে এই মাশরুম পকোড়া।
মাশরুম ক্যাপসিকামের সঙ্গে খুব সাধারণ কয়েকটি উপকরণ থাকলেই চটজলদি মাশরুম পকোড়া তৈরি করা সম্ভব। বর্তমান সময়ে মাশরুম পকোড়ার দারুণ চল রয়েছে। সেই দিক থেকে বিভিন্ন রকম ভাবে মাশরুম পকোড়া তৈরি করা সম্ভব। আবার বাজারে বহু রকমের মাশরুম পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাশরুম তাদের স্বাদেরও পরিবর্তন দেখা যায়। তবে যেকোনও মাশরুম পকোড়া তৈরিতে ব্যবহার করা যেতে পারে। পকোড়ার তৈরির উপকরণ মিশ্রণের উপর এই পকোড়ার স্বাদ কিছুটা পরিবর্তন হতে পারে। এই নিয়মে ঘরোয়া কয়েকটি উপকরণ এবং সহজ রেসিপিতে এই মাশরুম পকোড়ার স্বাদ বেশ আকর্ষণীয়।
advertisement
advertisement
এই মাশরুম পকোড়া তৈরিতে মাশরুম বেলপেপার বা ক্যাপসিকাম পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, সামান্য আদা বাটা, গোল মরিচ গুঁড়ো স্বাদ মত লবণ, হলুদ , এক চিমটি চিনি ও ধনেপাতা।
advertisement
প্রথমে মাশরুম পরিষ্কার করে কেটে জলে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে নিন। এবার পাতলা করে পেঁয়াজ ও ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচিয়ে নিন। মাশরুমের সঙ্গে পরিমাণ মতো সমস্ত উপকরণ দিয়ে সমান সমান ময়দা ও কনফ্লাওয়ার মেশান। মিশ্রণে দুটি ডিম দেওয়ার পর জল ছাড়া বেটার তৈরি করে তাতে লবণ ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ছোট ছোট করে তেলে গরম তেলে ছেড়ে লাল করে ভেজে নিলেই তৈরি মাশরুম পকোড়া।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mushroom Pakora Recipe: মাছ-মাংস ফেল! মাশরুমের সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে বানান জিভে জল আনা পকোড়া, রইল সহজ রেসিপি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement