Earth Day 2022: কোথাও চরম খরা, কোথাও বন্যা! পৃথিবীর ভবিষ্যৎ ঘিরে উৎকণ্ঠা নিয়েই পালিত পৃথিবী দিবস

Last Updated:

International Mother Earth Day 2022: বন্যা ও অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনার বলে দিচ্ছে আমূল বদলে গেছে এই পৃথিবীর অবস্থা।

Earth Day 2022
Earth Day 2022
Earth Day 2022: প্রতি বছর, ২২ এপ্রিল আন্তর্জাতিক পৃথিবী দিবস বা Mother Earth Day হিসাবে পালিত হয়। দূষণের ব্যাপক বৃদ্ধি এবং অন্যান্য সেই সমস্ত ক্রিয়াকলাপ যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের ক্ষতি করে এবং এই গ্রহের ধ্বংসের কারণ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য পালন করা হয় দিনটি। দূষণ এবং ধোঁয়াশা পরিবেশের ক্ষতির প্রধান কারণ হয়ে উঠেছে। এই গ্রহের সুস্থ স্বাভাবিক অস্তিত্বই রীতিমতো চ্যালেঞ্জের মুখে। ১৯৭০-এর দশকে, সেনেটর গেলর্ড নেলসন বাস্তুবিদ্যার প্রচার এবং পৃথিবীকে ঘিরে বাড়তে থাকা উদ্বেগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন শুরু করেন।
Earth Day 2022: ইতিহাস
সেনেটর গেলর্ড নেলসন পৃথিবীর ক্রমাবনতিশীল অবস্থার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তাই বায়ু ও জল দূষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্র-যুদ্ধ-বিরোধী প্রতিবাদ শক্তিকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেনেটর গেলর্ড নেলসন পৃথিবীর অন্যান্য দেশের মতোই, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তেল ছড়িয়ে পড়ে ভয়াবহ জলদূষণের ঘটনা প্রত্যক্ষ করার পরেই আর্থ ডে পালন করার কথা ভেবেছিলেন।
advertisement
advertisement
International Mother Earth Day 2022: তাৎপর্য
আমাদের গ্রহকে ঘিরে থাকা পরিবেশগত সমস্যাগুলির উপর আলোকপাত করতে এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পদক্ষেপের জন্য এই দিনটি পালিত হয়।
International Mother Earth Day 2022: থিম
এই বছরের আন্তর্জাতিক পৃথিবী দিবসের থিম - ‘আমাদের গ্রহে বিনিয়োগ করুন।’ পৃথিবীকে এই সংকট থেকে উদ্ধার করার জন্য হাতে সময় কম। ফলে দ্রুত মানুষের একত্রিত হওয়া এবং জীববৈচিত্র্য এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া শুরু করার প্রয়োজনীয়তাকেই তুলে ধরছে এই থিমটি। জলবায়ু পরিবর্তন আর দূরের কোনও বিষয় নয় বরং তা ঘটমান। বন্যা ও অগ্নিকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনার বলে দিচ্ছে আমূল বদলে গেছে এই পৃথিবীর অবস্থা। বিপুল ভাবে সতর্ক না হলে মানবজাতিরই অস্তিত্ব সংকটে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Earth Day 2022: কোথাও চরম খরা, কোথাও বন্যা! পৃথিবীর ভবিষ্যৎ ঘিরে উৎকণ্ঠা নিয়েই পালিত পৃথিবী দিবস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement