Durga Puja: মণ্ডপ তৈরিতে 'দশভুজা' তরুণীরা,বদলে যাচ্ছে দুর্গাপুজোর চেনা ছবি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
এতদিন মণ্ডপ তৈরির কাজ মানেই মনে করা হত, এটা পুরুষদের কাজ। কিন্তু এবার বদলে গিয়েছে সেই চেনা ছবি
বর্ধমান,সায়নী সরকার: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মায়ের বাড়ি তৈরি করার জন্য ছুটে এসেছে সুকৃতি, শম্পা ও রাখিরা। এ যেন এক অন্য দুর্গার কথা। তারাও যেন দশভূজা। একদিকে পড়াশোনা, অন্যদিকে এই কাজ করে পড়াশোনার খরচ চালানো…তারা সমাজকে বার্তা দিতে চায়, নারী-পুরুষ ভেদাভেদ আর নয়।
দুর্গাপুজো শুধু উৎসব নয়, শিল্প আর ঐতিহ্যের মেলবন্ধন। আর এই ঐতিহ্যের কেন্দ্রে থাকা মণ্ডপ তৈরির কাজে এবার এক ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ছে বর্ধমানে। এতদিন মণ্ডপ তৈরির কাজ মানেই মনে করা হত, এটা পুরুষদের কাজ। কিন্তু এবার বদলে গিয়েছে সেই চেনা ছবি। পুজোর এই কর্মযজ্ঞে পুরুষদের পাশে দাঁড়িয়ে সমান তালে কাজ করছে মেয়েরাও। তাদের চোখেমুখে নেই ক্লান্তি ,আছে কাজের প্রতি গভীর নিষ্ঠা আর ভবিষ্যতের স্বপ্ন। তারা শুধু একটা কাঠামোই বানাচ্ছে না, নিজেদের ভবিষ্যতও গড়ে তুলছে। বর্ধমানের উদয় পল্লী যুবক সংঘের ৮১ তম বর্ষে এবারের থিম ‘ফিরিয়ে দাও অরণ্য’, যার মূল ভাবনা নগরায়নের ফলে ধ্বংস হয়ে যাওয়া প্রকৃতিকে তুলে ধরা, যাতে সচেতন হন সকলে। শিল্পী রঙ্গজীব রায়ের এই ভাবনাই শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন বি.এড পড়ুয়া সুকৃতি, শম্পা,রাখিদের টিম। এই দুর্গা পুজোয় মায়ের আগমন শুধু উদযাপনের নয়, নারীশক্তির নতুন রূপের জয়গানও।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 3:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: মণ্ডপ তৈরিতে 'দশভুজা' তরুণীরা,বদলে যাচ্ছে দুর্গাপুজোর চেনা ছবি