Durga Puja: প্ল্যাটিনাম জুবিলিতে বিশাল চমক,৩ হাজার বছরের প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ 'বারুইপুর ফুলতলা'য়

Last Updated:

বারুইপুর ফুলতলার ৭৫ বছরে বিশেষ চমক তামিলনাড়ুর ১১০ ফুট উঁচু শিবপুরম মন্দির

+
মন্ডপ 

মন্ডপ 

বারুইপুর,সুমন সাহা: পুজো কড়া নাড়ছে দরজায়! হাতে আর কয়েকটা দিন বাকি! তার পরেই মা আসছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। শহর মায় শহরতলি জুড়ে থিমের ছড়াছড়ি। থিমের লড়াইয়ে কোনও অংশে পিছিয়ে থাকে নি ‘বারুইপুর ফুলতলা’। এ’বছরও তার ব্যতিক্রম হয়নি। এ বার শুধু উমার ঘরে আসার পালা। অশুভশক্তির বিনাশ ঘটে শুভশক্তির জয় হবে তার পরেই।
৭৫ বছরে ‘বারুইপুর ফুলতলা’র পুজোর বিশেষ চমক তামিলনাড়ুর ১১০ ফুট উঁচু শিবপুরম মন্দির। বছরের এই পাঁচটা দিন যে যতই দূরে থাকুক না কেন, ঘরে ফেরে। পরিবার, আত্মীয়, বন্ধুরা মিলে মিলনোৎসবে মেতে ওঠে। এই দিনগুলোর জন্য তাই বছরভরের অপেক্ষা। ‘বারুইপুর ফুলতলা’র দুর্গা  পুজো কমিটির দুর্গা পূজা ৭৫ বছরে পদার্পণ করল। প্রতি বছরই এই পুজোয় দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। তবে এ’বছর ৭৫ বছরে বাড়তি চমক।
advertisement
পুজো কমিটির উদ্যোক্তারা বলেন, ১১০ ফুট উঁচু তামিলনাড়ুর শিবপুরম মন্দির দেখতে বহু দর্শণার্থী আসবে। পুজো উপলক্ষে পাঁচ দিন বিভিন্নরকম দোকান বসে, মিলন মেলা তৈরি হয়। প্যান্ডেলে বাসের উপর জরির সুতো দিয়ে নকশা। প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্র পাল। এছাড়া চন্দননগরের আলোকসজ্জায় থাকছে বিপুল চমক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: প্ল্যাটিনাম জুবিলিতে বিশাল চমক,৩ হাজার বছরের প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ 'বারুইপুর ফুলতলা'য়
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement