Durga Puja: পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন পুরুষেরা, মালদহের আদি কংস বণিক সম্প্রদায়ের এই পরম্পরা ৩৫০ বছর পুরনো

Last Updated:

পুজোর নৈবেদ্যর আয়োজন থেকে পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন পুরুষেরা। মহিলারা শুধুমাত্র পুজোর আনন্দে সামিল হন। পূর্বপুরুষদের এই ঐতিহ্য আজও অটুট মালদহের দুর্গাবাড়ির আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়

+
মালদহের

মালদহের আদি কংস বণিক দুর্গাবাড়ী মন্দির

মালদহ, জিএম মোমিন: পুজোর নৈবেদ্যর আয়োজন থেকে পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন পুরুষেরা। মহিলারা শুধুমাত্র পুজোর আনন্দে সামিল হন। পূর্বপুরুষদের এই ঐতিহ্য আজও অটুট মালদহের দুর্গাবাড়ির আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়। মালদহ শহরের পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম এই পুজো। পুজো উদ্যোক্তাদের কথায়, ৩৫০ বছর আগে পুজো শুরু হলেও দুর্গাবাড়ি স্থাপিত হয় ১৭৬ বছর আগে। ১৭৭১ খ্রিস্টাব্দে মহানন্দা নদীর নিমতলা ঘাটে অর্থাৎ বর্তমানে মালদহ শহরের কুতুবপুর এলাকায় জলের মধ্যে থেকে স্বপ্নাদেশ পেয়ে এক বৃদ্ধা পাথরের চণ্ডী মূর্তি উদ্ধার করেন। এর পর সেখানে দেবীর আরাধনা শুরু হয়। তার কিছুকাল পরে ওই আশ্চর্য পাথর চক্রটি দেবী চণ্ডীজ্ঞানে পুজা করা হয়। পরবর্তীতে সেই পুজোর দায়িত্বভার নেন তৎকালীন জমিদার গিরিজাকান্ত দাস। পরবর্তীতে জমিদার গিরিজাকান্ত দাস সেই পাথরচক্রটির দায়ভার তুলে দেন দীর্ঘদিন ধরে মাতৃ আরাধনায় ব্রতী স্থানীয় আদি কংস বণিক পরিবারের হাতে।
এর পর ১২৭৫ বঙ্গাব্দে আদি কংস বণিক পরিবারের সদস্য লক্ষীকান্ত দত্ত-সহ বেশ কয়েকজন মিলে এই সুবিশাল আদি কংস বণিক দুর্গাবাড়ি মন্দিরে দেবীকে প্রতিষ্ঠিত করেন। প্রথম দিকে চণ্ডীরূপেই পূজিত হতেন দেবী দুর্গা। তবে এখন দশভুজার পুজো হয়। একচালাতে থাকে ২২টি মূর্তি। মায়ের রূপ সাবেকি। মাথার উপরে থাকেন শিব। দুই পাশে নন্দী,ভৃঙ্গী। মাঝের সারিতে থাকেন রাম লক্ষ্মণ। তার পরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ।
advertisement
দুর্গাবাড়িতে মহালয়ার দিন থেকে চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয়ে পুজো। দৈনিক সকাল সন্ধে চলে চণ্ডীপাঠ। ষষ্ঠীতে মায়ের বোধন হয়। সপ্তমীর শোভাযাত্রা নজর কাড়ে শহরবাসীর। বিসর্জনের দিন মাকে নৌকা করে নিয়ে যাওয়া হয় মিশন ঘাটে। কথিত আছে, সেখানে দুই বোনের মুখোমুখি সাক্ষাতের পর আবার সদরঘাটে নিয়ে এসে মায়ের বিসর্জন পর্ব সমাপ্তি হয়।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন পুরুষেরা, মালদহের আদি কংস বণিক সম্প্রদায়ের এই পরম্পরা ৩৫০ বছর পুরনো
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement