Durga Puja Special: দুর্গাপুজোয় এ'বছর ট্রেন্ডিং 'শিউলি শাড়ি', কো-অর্ড সেট, ফ্লোরাল প্রিন্ট, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠতে আর কী কী কিনতেই হবে?
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দুর্গাপুজোয় ফ্যাশনের মূল ট্রেন্ড হল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। মহিলাদের জন্য শাড়ি এবং কুর্তির সঙ্গে ঐতিহ্যবাহী ব্লাউজের ডিজাইন, সেই সঙ্গে পছন্দের কুর্তি তো রয়েছেই! আধুনিক সাজের সঙ্গে সাবেকি গহনার ব্যবহার, এবং পুরুষদের ক্ষেত্রে ফিউশন এবং ক্লাসিক পোশাকের দিকে ঝোঁক দেখা যাচ্ছে
কলকাতা: পুজো কড়া নাড়ছে দরজায়! কেনাকাটা চলছে জোরকদমে। কোনটা এ-বছর ট্রেনডিং? কোনটা হট লিস্টে? এই নিয়েই এখন চর্চা!
দুর্গাপুজোয় ফ্যাশনের মূল ট্রেন্ড হল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। মহিলাদের জন্য শাড়ি এবং কুর্তির সঙ্গে ঐতিহ্যবাহী ব্লাউজের ডিজাইন, সেই সঙ্গে পছন্দের কুর্তি তো রয়েছেই! আধুনিক সাজের সঙ্গে সাবেকি গহনার ব্যবহার, এবং পুরুষদের ক্ষেত্রে ফিউশন এবং ক্লাসিক পোশাকের দিকে ঝোঁক দেখা যাচ্ছে। নতুন করে এ’বছর ট্রেন্ডে জামদানি। শুধু শাড়ি নয়, জামদানির ড্রেস মেটেরিয়াল, জামদানি ড্রেস, ব্লাউজ, শার্ট— সবকিছুই পছন্দের তালিকায়। প্রত্যেকেই পুজোর একটা দিন জামদানির পোশাক বা শাড়ি বা ব্লাউজ পরবেনই, আর তাতে যদি লাগানো থাকে লেস বা রঙে তুলির টান, তাহলে তো কথাই নেই! টিস্যু জামদানি, মসলিন জামদানি এ-বছরের ফ্যাশনে একনম্বরে | পাট্টু সিল্ক শাড়ি, টিস্যু সিল্ক ও-পাড়া সিল্কও চলছে। আর আছে দুর্গাপুজো স্পেশাল শিউলি শাড়ি।
advertisement
এই বছর শাড়ির আঁচল বা ব্লাউজের পিঠ কিংবা গলার নেকপিস— সর্বত্র জায়গা করে নিয়েছেন মা দুর্গা। বিশেষ করে লালপাড় সাদা-শাড়িতে মা দুর্গার ডাকের সাজ বা দেবদেবীর রঙিন চিত্র গত বছরেই দারুনভাবে সাড়া ফেলেছিল। এ-বছরও সেই চাহিদা তুঙ্গে। বিশেষ করে সুতির লালপাড় সাদা-শাড়িতে দেবদেবীর মোটিফের ছড়াছড়ি। ‘প্যাচওয়ার্ক’ বা এম্বব্রয়ডারির অ্যাপ্লিক আলাদা করে পিঠে বসানো ব্লাউজ। গত বছরই হাকোবা বাজার জিতেছিল। এবার শুধু হাকোবার ব্লাউজ নয়, হাকোবার ড্রেসও ট্রেন্ডিং। বোট নেক স্লিভলেস, করসেট স্লিভ, ক্যাব স্লিভের ড্রেস, ব্লাউজের চাহিদা তুঙ্গে |
advertisement
advertisement
ফিউশন কুর্তি,যেমন কেপ স্টাইল বা অ্যাসিমেট্রিকাল কাট এবং ফ্লোর-লেন্থ ড্রেসগুলো এই পুজোয় বেশ উপযোগী। আরামদায়ক সুতির পোশাকও ট্রেন্ডে রয়েছে।
কো-অর্ড সেট টপ এবং ট্রাউজার্স, দুটো একই নকশার, একই কাপড়ের যা আগের বছরের মতো এই বছরও পুজোর ট্রেন্ডে। ডিজিটাল প্রিন্ট বা একরঙা ওয়ান পিসের চাহিদা রয়েছে। ডিজিটাল প্রিন্টের শার্টও ট্রেন্ডে। হাফ স্লিভ, ফুল স্লিভ, নুডলস স্ট্র্যাপ, কাঁধখোলা, পাওয়ার শোল্ডার— বিভিন্ন ধরনের ওয়ান পিসের দেখা মিলছে । এই বছর ফ্লোরাল প্রিন্ট ট্রেন্ডিং। ফ্লোরাল মিনি ড্রেস, এ লাইন ড্রেস, ফ্লোরাল প্রিন্ট স্মোক টপ ড্রেস, ফ্লোরাল এ লাইন টাই আপ নেক ড্রেস ট্রেন্ডে। জাম্পস্যুট এই বছর বেশ চাহিদায়। এথনিক কুর্তি আর কনট্রাস্ট প্যাটার্নের স্ট্রেট প্যান্ট স্টাইলের সালোয়ার প্যান্ট-এর কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে এইবার |
advertisement
ঐতিহ্যবাহী জুয়েলারির সঙ্গে আধুনিক ডিজাইনের মিশ্রণ, যেমন স্টেটমেন্ট নেকপিস বা ঝুমকো কানের দুল ব্যবহার করা হচ্ছে | যারা একটু আধুনিক সাজ পছন্দ করেন, তাদের জন্য মিনিমালিস্টিক বা আধুনিক ডিজাইনের জুয়েলারিও জনপ্রিয় হয়ে উঠছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 7:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Special: দুর্গাপুজোয় এ'বছর ট্রেন্ডিং 'শিউলি শাড়ি', কো-অর্ড সেট, ফ্লোরাল প্রিন্ট, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠতে আর কী কী কিনতেই হবে?