Purulia Tour: অপূর্ব পুরুলিয়া, অফবিট ডেসটিনেশনে অ্যাডভেঞ্চার পাবেন দুর্গাপুজোও, জানুন কোথায়!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Durga Puja Travel: দুর্গাপুজোয় পুরুলিয়া প্ল্যান করলে,ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে
পুরুলিয়া : বঙ্গবাসীর কাছে আবেগের অন্য নাম দুর্গাপুজো। সারাটা বছর এই চারটে দিন এর অপেক্ষায় থাকে আপামর বাঙালি। এই সময় অনেকেই ঠাকুর দেখার পাশাপাশি বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন। আর কাছে পিঠে বেড়ানোর অন্যতম সেরা ঠিকানা হচ্ছে লাল মাটির জেলা পুরুলিয়া। সারা বছরই এই জেলাতে পর্যটকেরা ভিড় জমান।
দুর্গাপূজার সময় একটু অন্যরকম বেড়ানোর আমেজ নিতে অনেকেই এই জেলাকে বেছে নেন। কারণ শরৎ-এর আকাশ আর সুন্দরী অযোধ্যার অপরূপ দৃশ্য মন মাতিয়ে তোলে পর্যটকদের। তাই হাতে যদি এক দুটো দিন ছুটি থাকে তাহলে চটপট প্ল্যান করে ফেলুন পুরুলিয়ার উদ্দেশ্য। পাহাড় ঝর্ণা মেলবন্ধনে গড়ে উঠেছে এখানে পর্যটন কেন্দ্র গুলি। এছাড়াও বেড়ানোর পাশাপাশি অ্যাডভেঞ্চারের সঙ্গে দুর্গা পুজোর স্বাদ উপভোগ করতে হলে আসতে হবে পুরুলিয়ার এই রাজবাড়িতে।
advertisement
advertisement
পাহাড় জঙ্গলে ঘেরা প্রান্তিক একটি গ্রাম হল ঝালদার রাজা হেঁসলা। ডুমরাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হেঁশলা রাজবাড়ি। দুর্গম পথ পেরিয়ে আসতে হয় এখানে। মাঝেমধ্যেই এই রাজবাড়ির প্রাঙ্গণে পাহাড় থেকে নেমে আসে বন্যপ্রাণ। কপাল ভালো থাকলে তাদেরকেও কাছ থেকে দেখতে পাওয়া যায়। রাজ পরিবারের সদস্যদের দাবি , এই রাজবাড়িথেকেই উৎপত্তি হয়েছিল মানভূমের ছৌ নৃত্যের। বর্তমানে রাজতন্ত্রের অবসান ঘটলেও দুর্গা পুজোয় এই রাজবাড়ির জৌলুষ অনেকটাই ধরে রেখেছেন তারা।
advertisement
এলাকাবাসীর মতে ধুমধাম এর সঙ্গে প্রতিবছর এখানে দুর্গাপুজো হয়। তাদের গ্রামের একটি মাত্র পুজো এটি। পুজোতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকেরাও এই রাজবাড়িতে আসেন। একদিনের রাজা হওয়া রীতিও প্রচলিত রয়েছে এই রাজবাড়িতে।আপনার যদি প্ল্যানে থাকে এই হেঁসলা রাজবাড়িতাহলে আপনাকে প্রথমে আসতে হবে ঝালদায়। হাওড়া থেকে রাঁচিগামী যে ট্রেনগুলি ঝালদার উপর দিয়ে যায় সেই ট্রেনে আপনাকে ঝালদা স্টেশন নামতে হবে।
advertisement
সেখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই রাজা হেঁসলা গ্ৰাম। ঝালদা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে যে-কোনো ছোট গাড়ি রিজার্ভ করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই রাজ বাড়িতে। তাহলে আর কি পুরুলিয়া প্ল্যান করে থাকলে অতি অবশ্যই তালিকায় রাখুন এই হেঁশলা রাজবাড়ি। এখানে এলে প্রকৃতির মাঝে মিশে গিয়ে দুর্গাপুজোকে উপভোগ করতে পারবেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 6:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tour: অপূর্ব পুরুলিয়া, অফবিট ডেসটিনেশনে অ্যাডভেঞ্চার পাবেন দুর্গাপুজোও, জানুন কোথায়!