ধোঁয়া ওঠা কাপে বাংলার শিল্পী সজ্জিত পুজো, উৎসবের আমেজ আর চায়ের স্বাদ-সুগন্ধ মিলেমিশে যাবে এক খাতে

Last Updated:

টাটা টি গোল্ডের এই অনন্য সংগ্রহযোগ্য সিরিজ বাংলার শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মিশ্রিত করেছে এক খাতে।

News18
News18
কলকাতা: মাতিয়ে তোলে প্রতি কোণ। সেই জন্যই সে পেয়েছে বাঙালির জাতীয় উৎসবের আখ্যা। এ হেন শারদীয়া দুর্গা পূজা উদযাপনের জন্য টাটা টি গোল্ড (Tata Tea Gold) বাংলার শিল্পী সজ্জিত পুজো নামে একটি বিশেষ উৎসব প্রচারণা শুরু করেছে। লঞ্চ হয়েছে দুর্গা পুজোর নানা মুহূর্ত সম্বলিত বিশেষ চায়ের প্যাক, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিজ্ঞাপনে কাব্যিকভাবে উৎসবের চেতনাকে চিত্রিত হয়েছে। সেই বিজ্ঞাপন শুরু হয় টাটা টি গোল্ডের একটি সোনালি ধোঁয়া ওঠা কাপ দিয়ে, যার সুগন্ধ পশ্চিমবঙ্গ জুড়ে ভ্রমণ করে, গতিশীল ব্রাশস্ট্রোকে রূপান্তরিত হয়ে শিল্পীদের পুজো উদযাপনের ব্যাখ্যাকে মুহূর্তকে প্রতিফলিত করে।
advertisement
টাটা টি গোল্ডের এই অনন্য সংগ্রহযোগ্য সিরিজ বাংলার শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মিশ্রিত করেছে এক খাতে। এই প্রচারণায় দশটি সীমিত সংস্করণের চায়ের প্যাক রয়েছে যা পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পীদের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। শিল্পীদলে রয়েছেন গৌতম সরকার (অ্যাক্রিলিক চিত্রকর্ম), গোপাল নস্কর (শুকনো প্যাস্টেল), গৌরব কুণ্ডু (জলরঙ), অঞ্জন ভট্টাচার্য (তৈলচিত্র) এবং জয়িতা বসু (ডিজিটাল শিল্প)। প্রতিটি প্যাক উৎসবের প্রতীকী মুহূর্তগুলিকে ধারণ করে, ষষ্ঠীর ছন্দময় ঢাকের বোল থেকে শুরু করে দশমীর প্রাণবন্ত সিঁদুর খেলা পর্যন্ত এর বিস্তৃতি, চায়ের প্যাক বাংলার শৈল্পিক ঐতিহ্যের ক্ষুদ্র ক্যানভাস হয়ে ওঠে লহমায়।
advertisement
এই উদ্যোগটি টাটা টি গোল্ডের বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগ এবং স্থানীয় শৈল্পিকতা উদযাপনের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। সংগ্রহযোগ্য প্যাকগুলির লক্ষ্য হল উৎসবের আনন্দ জাগিয়ে তোলা, গ্রাহকদের দৈনন্দিন চা উপভোগ করার সময় বাংলার সৃজনশীলতার ছোঁয়া দেওয়া।
advertisement
Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products
Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products
টাটা কনজিউমার প্রডাক্টসের ভারত ও দক্ষিণ এশিয়ার প্যাকেজড ড্রিঙ্কসের সভাপতি পুনিত দাস বলেন, “দুর্গা পুজা কেবল একটি উৎসব নয়; এটি এমন একটি আবেগ যা পশ্চিমবঙ্গকে একত্রিত করে এবং সারা বিশ্বের মানুষের কল্পনাকে আকর্ষণ করে। টাটা টি গোল্ডে আমরা সর্বদা বাংলার সাংস্কৃতিক গর্বকে এমনভাবে উদযাপন করার চেষ্টা করেছি যা খাঁটি এবং হৃদয়গ্রাহী বোধ হয়।”
advertisement
‘‘এই বছর এই প্রতিভাবান শিল্পীদের সঙ্গে আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি প্যাকে উৎসবের আচার-অনুষ্ঠানকে জীবন্ত করে তুলেছি। প্রতিটি নকশা কেবল দুর্গা পুজোর শিল্প, ঐতিহ্য এবং আবেগের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের আনন্দের প্রতিও শ্রদ্ধাঞ্জলি। আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে এই উৎসবের প্যাকগুলি ভাগ করে নিতে পেরে আনন্দিত, যা তাঁদের উদযাপন আরও স্মরণীয় করে তুলবে,’’ দাস আরও যোগ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ধোঁয়া ওঠা কাপে বাংলার শিল্পী সজ্জিত পুজো, উৎসবের আমেজ আর চায়ের স্বাদ-সুগন্ধ মিলেমিশে যাবে এক খাতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement