Durga Puja 2025: ১৯৫০ সাল থেকে এখনও...সাবেকিয়ানায় ভরপুর আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রায় ২৫০ বছরের প্রাচীন। সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো। পূর্বে অবিভক্ত বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু করেছিলেন অনুপ নারায়ণ চৌধুরী
আলিপুরদুয়ার,অনন্যা দে: আগমনীর বার্তায় মুখর প্রকৃতি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষার শ্যাওলা সরিয়ে রঙ চরছে ঠাকুর দালানে। আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির সদস্যরা ব্যস্ত প্রাচীন দুর্গা পুজোর আয়োজনে।
পুজো আসতে আর দিন কয়েক বাকি। জেলাজুড়ে ব্যস্ততা তুঙ্গে। আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রায় ২৫০ বছরের প্রাচীন। সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো। পূর্বে অবিভক্ত বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু করেছিলেন অনুপ নারায়ণ চৌধুরী। এর পর বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংহে চলে যায় চৌধুরী পরিবার। কাঁঠালগ্রামে ফের শুরু হয় পুজো। তার পর সেখান থেকে আলিপুরদুয়ারে চলে আসেন তরুণ, নবীন চৌধুরীরা। তরুণ চৌধুরী জানান, “ঠাকুরদালান পরিস্কারের কাজ চলছে। নিয়ম অনুযায়ী বাড়িতেই দুর্গামূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। মহালয়ার সময় চক্ষুদান করা হয় দেবীর। বিদেশ থেকে আত্মীয়-পরিজনেরা সেদিন প্রবেশ করবেন বাড়িতে।”
advertisement
নবীন চৌধুরী জানান, ” বহু বছরের পুরনো কাঠামো পুজো করে দেবীর মূর্তি তৈরির কাজ শুরু হয়।নিয়ম, উপাচার মেনে আমরা পুজো করি। ময়নমনসিংহ থেকে ১৯৫০ সালে চৌধুরীরা চলে আসেন। আলিপুরদুয়ারে ১৯৫০ সাল থেকে পুজো হয়ে আসছে। অষ্টমীর দিন দুর্গামণ্ডপে কালীপুজো করা হয় যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এই পুজোয় সামিল হতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সস্ত্রীক এসেছিলেন আলিপুরদুয়ারে। চৌধুরী পরিবারের অনেক সদস্য দেশে ও বিদেশে কর্মরত । কলকাতা,দিল্লি ও অস্ট্রেলিয়ায় রয়েছে পরিবারের সদস্যরা। পুজোর সময় সবাই মিলিত হন।”
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2025 2:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2025: ১৯৫০ সাল থেকে এখনও...সাবেকিয়ানায় ভরপুর আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো









