Durga Puja 2024: পুজোয় কোন রাশির জন্য কেমন হেয়ারস্টাইল শুভ? বলছেন জ্যোতিষী
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
পুজোয় হেয়ারস্টাইল করুন রাশি অনুযায়ী। কেমন হেয়ারস্টাইল আপনার জন্য শুভ? জনাচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী
উত্তর দিনাজপুর: রাশি অনুযায়ী হেয়ার স্টাইল করুন পুজোয়। দুর্গাপুজোর ঠিক এক-দুই দিন আগে থেকেই পার্লারে উপচে পড়া ভিড়। নতুন জামা কাপড়, জুতো কেনার পাশাপাশি, এবার চুলের স্টাইল করার পালা। পুজোয় পার্লারে গিয়ে একবার চুল না কাটলে পুজোর সাজ অসম্পূর্ণ থেকে যায়। পুজোয় হেয়ারস্টাইল করুন রাশি অনুযায়ী ।বিশিষ্ট জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী জানান, রাশি মেনে শুধু রং নয় হেয়ার স্টাইলও নির্বাচন করতে পারেন।
মেষ রাশি- মেষ রাশির মহিলারা আত্মবিশ্বাসী ও এনার্জেটিক। এরা সব কাজ মন দিয়ে করেন। মেষ রাশির জাতিকাদের চুলে স্টেপ কাট তাঁদের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে।
বৃষ রাশি- নিজেকে ভিড় থেকে আলাদা দেখাতে ভালোবাসেন বৃষ রাশির জাতকরা। এঁরা পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। এই রাশির মহিলাদের পুজোয় বব কাট চুল রাখা উচিত।
advertisement
advertisement
মিথুন রাশি- মিথুন রাশির মহিলাদের মধ্যে বুদ্ধির উজ্জ্বল ছাপ স্পষ্ট থাকে। এই জাতিকারা কোনও ধরা বাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ থাকেন না। তাই নিজের স্বভাব ও পছন্দ অনুযায়ী দুর্গাপুজোয় আপনি চুল কাটুন।
কর্কট রাশি- কর্কটের জাতিকারা আবেগপ্রবণ ও নম্র স্বভাবের। তবে এদের মেজাজ ঘন ঘন ওঠানামা করে। চঞ্চল স্বভাবের কর্কট রাশির মহিলাদের ইউ বা ব্লান্ট কাট করা উচিত।
advertisement
সিংহ রাশি- সাহসী ও আত্মবিশ্বাসী সিংহ রাশির জাতিকারা। তবে খুব তাড়াতাড়ি রেগে যান। কঠিন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। আপনাদের মুখে লেয়ার কাট মানাবে।
কন্যা রাশি- কন্যা রাশির জাতিকারা হলেন পারফেকশনিস্ট। সমস্ত কাজে সেরা ফল চান। আত্মবিশ্বাস আরও ফুটিয়ে তুলতে শর্ট হেয়ার কাট এই জাতিকাদের জন্য আদর্শ।
তুলা রাশি- যে কোনও পরিস্থিতিতে সংযম ও নিয়ন্ত্রণ বজায় রাখেন তুলা রাশির জাতকরা। বহু চিন্তা করে তবে কোনও সিদ্ধান্ত নেন। এবার পুজোয় কার্লি হেয়ার এই রাশির জাতিকাদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে।
advertisement
বৃশ্চিক রাশি-দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী বৃশ্চিক রাশির জাতিকারা। কোঁকড়ানো চুল ছোট করে না কেটে আপনি বরং লম্বা চুলের সঙ্গে কার্লি হেয়ারস্টাইল করুন।
ধনু রাশি- স্বাধীনতা-প্রিয় ধনু রাশির জাতিকারা। এঁরা সকলকে নিজের প্রতি আকৃষ্ট করেন সহজেই। স্ট্রেট হেয়ারস্টাইলে পুজো মণ্ডপে ঝড় তুলবেন এঁরা।
মকর রাশি- চঞ্চল ও স্বাধীনচেতা মকর রাশি নিজের ইচ্ছেয়, নিজের নিয়মে জীবন কাটাতে ভালোবাসেন। এঁরা কারও চাপের সামনে নতি স্বীকার করেন না। এক ঢাল খোলা চুলের যে কোনও হেয়ারস্টাইল এঁদের স্বাধীন মনোভাবকে আরও উজ্জ্বল করে তোলে।
advertisement
কুম্ভ রাশি- খোলা চুল এই রাশির জাতিকাদের ব্যক্তিত্বকে চেপে দিতে পারে। তাই পুজোয় যে হেয়ারকাটই করান, চুল বেঁধে রাখবেন।
মীন রাশি- মীন রাশির জাতিকারা হলেন মাল্টি টাস্কার। এঁরা একসঙ্গে অনেক কাজ করতে পারেন। ব্যক্তিত্ব অনুযায়ী পিরামিড হেয়ারস্টাইল মীনের জাতিকাদের জন্য মানানসই।
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 7:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2024: পুজোয় কোন রাশির জন্য কেমন হেয়ারস্টাইল শুভ? বলছেন জ্যোতিষী

