Durga Puja 2024: ইটাহারের এই দুর্গাপুজোয় ভোগ রান্না হয় বিনা তেল, নুন আর হলুদে

Last Updated:

আগের মতো আর জমিদারি প্রথা নেই, কিন্তু এখনও পুরনো প্রথায় ইটাহার চূড়ামন রাজবাড়িতে আরাধনা হয় দেবী দুর্গার

+
ইটাহার

ইটাহার জমিদার বাড়ি 

উত্তর দিনাজপুর: আগের মতো আর জমিদারি প্রথা নেই, কিন্তু এখনও পুরনো প্রথায় ইটাহার চূড়ামন রাজবাড়িতে আরাধনা হয় দেবী দুর্গার। জমিদার মোহিনীমোহন রায়চৌধুরীর বংশধরেরা আজও পুজোর চারটি দিন নিয়ম-নিষ্ঠা মেনে  পুজো করে থাকেন।
মহানন্দার গ্রাসে জমিদার বাড়ির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে সেই একই জায়গায় নতুন করে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন জমিদারের বংশধরেরা । জানা যায়, এই জমিদার বাড়িতে ষষ্ঠী থেকে মাকে আহ্বান করা হয়, গ্রামের মহিলারা মাকে বরণ করে নেন । আগে যদিও জোড়া মোষ ও পাঁঠা বলির মাধ্যমে দেবীর বোধন হত মহালয়াতে । পরবর্তীতে এই রীতি বন্ধ হয়ে যায়। তবে এখনও প্রাচীন কিছু রীতি মেনে পুজো হয়। এর মধ্যে একটি হল, এখানে মায়ের পুজোর সমস্ত ভোগ বিনা তেল, নুন ও হলুদে তৈরি করা হয়। তেলের পরিবর্তে ভোগ রান্না হয় গাওয়া ঘি ও সন্দক নুন দিয়ে।
advertisement
এই জমিদার বাড়িতে মাকে অন্ন ভোগ দেওয়া হয় না। পুজোর চার দিনই মাকে লুচি, বিভিন্ন ধরনের সবজি, শাক ভাজা, পাপড় ও বাড়িতে তৈরি নারকেলের নাড়ু ভোগে দেওয়া হয়। দশমীর দিন ভোগ দেওয়া হয় নাড়ু, ক্ষীর, দই।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2024: ইটাহারের এই দুর্গাপুজোয় ভোগ রান্না হয় বিনা তেল, নুন আর হলুদে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement