পুজোর ফ্যাশনে লিপস্টিকের শেড নিয়ে খুঁতখুঁতে হলে দেখে নিন এবারের লেটেস্ট ট্রেন্ড

Last Updated:

লিপস্টিক-প্রেমীদের সংগ্রহে এই দশ শেডের লিপস্টিক সব সময়েই মজুত থাকে। জেনে রাখা যাক সেগুলো কোন কোন শেড। (Durga Puja 2022)

পুজোর ফ্যাশনে লিপস্টিক
পুজোর ফ্যাশনে লিপস্টিক
সাজতে ভালোবাসেন আর লিপস্টিক পছন্দ করেন না এমন মহিলা খুঁজে মেলা ভার। যাঁরা খুব একটা সাজতে পছন্দ করেন না তাঁরাও ব্যাগে একটা লিপস্টিক অন্তত রাখেন। লিপস্টিক এমনই এক জাদুকাঠি, যার ছোঁয়ায় সবাই হয়ে ওঠে অনন্যা। তবে অনেক মহিলাই এই নিয়ে দ্বন্দ্বে ভোগেন যে কোন শেড তাঁদের মানাবে আর কোনটা নয়। কিছু ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তবে লিপস্টিক-প্রেমীদের সংগ্রহে এই দশ শেডের লিপস্টিক সব সময়েই মজুত থাকে। জেনে রাখা যাক সেগুলো কোন কোন শেড।
মেরুন আর রেড
যে কোনও অনুষ্ঠানে গ্ল্যামারাস ও বোল্ড লুকের জন্য মেরুন আর রেড হল একদম আদর্শ শেড। তাই এই রঙের লিপস্টিক ব্যাগে রাখতেই হবে। মেরুন আর লাল দুটোই আলাদা করে মেয়েদের খুব পছন্দের রঙ। তাই এই শেডের লিপস্টিক খুবই জনপ্রিয়।
advertisement
advertisement
একটু অন্য ধাঁচের ছক ভাঙা রঙ ঠিকই। তবে ট্রাই করে দেখা যেতে পারে। এই শেড ঠোঁটে হাইলাইটিং এফেক্ট নিয়ে আসে। যদি কোনও অনুষ্ঠানে কেউ খুব জমকালো উজ্জ্বল সাজ বেছে নেন তাহলে তাঁর জন্য এই শেড ভাল হবে।
ন্যুড গ্লস
ন্যুড গ্লস দুইভাবে ব্যবহার করা যেতে পারে। এমনিতেই খালি ঠোঁটে এটা লাগানো যায়। আবার অন্য কোনও লিপস্টিকের উপর এটা দেওয়া যেতে পারে। ন্যুড গ্লসে ঠোঁটে শাইন ও গ্লো দুটোই আসে যা যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায়।
advertisement
পিঙ্ক রোজ
ম্যাট পিঙ্ক রোজ শেড সব রকমের পোশাক ও অনুষ্ঠানে মানিয়ে যায়। তাই এটা সংগ্রহে রাখতেই হবে।
লাইট ব্রাউন
ম্যাট লাইট ব্রাউন হল এমন একটি শেড যা প্রতিদিন লাগিয়ে বেরোনো যায়। এটা একটা প্রাকৃতিক লুক নিয়ে আসে আর এই শেড ক্যারি করা খুব সহজ।
advertisement
ন্যুড রোজ
প্রতিদিনের ব্যবহারের জন্য এটা একটা বেসিক শেড। মজার কথা হল এই শেডের লিপস্টিক সব সময় ট্রেন্ড হিসাবে থেকে যায়।
হট পিঙ্ক
এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং ট্রেন্ডিং শেডের মধ্যে একটি হল হট পিঙ্ক। যেহেতু এটা ম্যাট ফিনিশ তাই এই শেড হালকা হয় আর ক্যারি করাও সহজ।
advertisement
ডার্ক রেড
হালকা সাজের জন্য আদর্শ শেড। আর এই রঙের জাদু কখনও পুরনো হয় না।
ওয়াইন শেড
পাশ্চাত্য এবং ভারতীয় দুটো সাজের সঙ্গেই মানানসই হয় এই শেড। যে কোনও বোল্ড লুকের জন্য এই শেড অনায়াসে বেছে নেওয়া যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর ফ্যাশনে লিপস্টিকের শেড নিয়ে খুঁতখুঁতে হলে দেখে নিন এবারের লেটেস্ট ট্রেন্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement