পুজোয় কবজি ডুবিয়ে হোক ভূরিভোজ, সঙ্গে থাকুক প্রিয়জনেরা... দুর্দান্ত অফার দিচ্ছে কলকাতার পাঁচতারা হোটেল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পুজোর দিনগুলিতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে কবজি ডুবিয়ে জমিয়ে করে নিতে পারেন ভূরিভোজ।
কলকাতা: আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরেই সবথেকে বড় উৎসবে মেতে উঠবে বাঙালি। বাঙালির সবথেকে বড় উৎসব মানেই দুর্গাপুজো (Durga Puja 2022)। আর পুজো মানেই কেনাকাটা, সাজগোজ তো আছেই! এর সঙ্গে অবশ্য থাকবে এলাহি খাওয়াদাওয়ার ব্যাপারটাও। পুজোর দিনগুলিতে খাঁটি বাঙালি খাবার ছাড়া কি আর চলে! তাই কলকাতার এই সব পাঁচতারা হোটেল (IHCL Hotels) দিচ্ছে সেই সুযোগ। পুজোর দিনগুলিতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে কবজি ডুবিয়ে জমিয়ে করে নিতে পারেন ভূরিভোজ।
তাজ বেঙ্গল:
সোনারগাঁও:
advertisement
দুর্গাপুজোর খানাপিনায় থাকছে নিরামিষ ও আমিষ খাবারের ঢালাও আয়োজন মাছ এবং সামুদ্রিক খাবারের বিশেষ পুজো থালি। সঙ্গে থাকুক প্রিয়জনেরা।
দিন: ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর, ২০২২ – লাঞ্চ এবং ডিনার
সময়: লাঞ্চ - দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট / ডিনার -
advertisement
সন্ধ্যে ৭টা ০০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট
মূল্য – নিরামিষ (ভেজ) থালি ট্যাক্স-সহ ২৬০০ টাকা
আমিষ (নন-ভেজ) থালি ট্যাক্স-সহ ৩১০০ টাকা
ফিশ এবং সি-ফুড থালি ট্যাক্স-সহ ৩৫০০ টাকা

মেন্যুর মধ্যে অন্যতম –
আমিষ (নন-ভেজ) থালি: গন্ধরাজ লেবুর ঘোল, ঝুরি আলু ভাজা, ভেজিটেবল চপ, কাসুন্দি মাছের কাটলেট, রাঁধুনি মুরগি, গোটা মশলার খাসির মাংস, দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটলের কোর্মা এবং আরও অনেক কিছু।
advertisement
নিরামিষ (ভেজ) থালি: গন্ধরাজ লেবুর ঘোল, ঝুরি আলু ভাজা, ভেজিটেবল রোল, নারকেল পোস্ত বড়া, পটলের কোর্মা, ধোকার ডালনা, সর্ষে ছানার মুঠিয়া, ফুলকপি রোস্ট, লাল শাক বড়ি চচ্চড়ি, ভাজা সোনামুগ ডাল, ডালের কচুরি, ঘি-ভাত, ছানার জিলিপি এবং আরও অনেক কিছু।
ফিশ এবং সি-ফুড থালি: গন্ধরাজ লেবুর ঘোল, ঝুরি আলু ভাজা, ভেজিটেবল রোল, কাসুন্দি মাছের কাটলেট, চিংড়ি মালাইকারি, চিতল মাছের পেটি, দই কাতলা, পটলের কোর্মা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাঁচা আমের চাটনি, ছানার জিলিপি এবং আরও নানা কিছু।
advertisement

সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে: প্রবীণ ঝা– +91-7503642637
**শর্তাবলী প্রযোজ্য
ক্যাল-২৭:
গোটা দিন জুড়ে থাকছে বাঙালিয়ানায় মোড়া খানাপিনার এলাহি আয়োজন।
দিন: ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর, ২০২২ – লাঞ্চ এবং ডিনার
সময়: লাঞ্চ - দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ৩০ মিনিট / ডিনার - সন্ধ্যে ৭টা ০০ মিনিট থেকে রাত ১১টা ০০ মিনিট
advertisement
মূল্য – লাঞ্চ এবং ডিনার ব্যুফে- ট্যাক্স-সহ ২৬০০ টাকা
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে: মনোজ সাউ – +91- 8334888456
**শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন:
শামিয়ানা:
দুর্গাপুজো উপলক্ষে প্রিয়জনেদের সঙ্গে কবজি ডুবিয়ে দুর্দান্ত খাবারের আনন্দ উপভোগ করুন।
দিন: ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০২২ – লাঞ্চ এবং ডিনার
advertisement
সময়: লাঞ্চ - দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ০০ মিনিট / ডিনার -
সন্ধ্যে ৭টা ০০ মিনিট থেকে রাত ১১টা ০০ মিনিট
মূল্য – ট্যাক্স-সহ ২০০০ টাকা
ট্যাক্স-সহ ২৭০০ টাকা (এর আওতায় কিছু বাছাই করা পানীয়ও থাকবে)
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে: + 91-91 33-6820 0303
**শর্তাবলী প্রযোজ্য
advertisement

তাল কুটির কনভেনশন সেন্টার:
প্রিয়জনেদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠুন তালকুটির কনভেনশন সেন্টার।
দিন: ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর, ২০২২
সময়: কার্নিভ্যালের সময় -
মূল্য – প্রবেশ বিনামূল্যে
ব্যুফে লাঞ্চ - ট্যাক্স-সহ ১৫০০ টাকা
টেবিল বুক করার জন্য কল করুন এই নম্বরে: + 91-33- 2324 9014
**শর্তাবলী প্রযোজ্য
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস:
মিন্ট:
প্রিয়জনেদের সঙ্গে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠুন এবং ব্যুফে ও বাঙালি খাবারের স্বাদ উপভোগ করুন।
দিন: ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর, ২০২২ - লাঞ্চ এবং ডিনার
৫ অক্টোবর ২০২২ - শুধুমাত্র লাঞ্চ
সময়: লাঞ্চ - দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টে ০০ মিনিট / ডিনার -
সন্ধ্যে ৭টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ০০ মিনিট
মূল্য – জনপ্রতি ট্যাক্স-সহ ১৯৯৯ টাকা
জনপ্রতি ট্যাক্স-সহ ২৯৯৯ টাকা (এর আওতায় কিছু বাছাই করা পানীয়ও থাকবে)
শিশুদের ক্ষেত্রে (৬ থেকে ১২ বছর) জনপ্রতি ট্যাক্স-সহ ৯৯৯ টাকা
মেন্যুর মধ্যে অন্যতম:
খাঁটি বাঙালি খাবার সুস্বাদু খাবারের মধ্যে থাকবে মোচার পাতুরি, কড়াইশুঁটির ধোকার ডালনা, দই পোস্ত ইলিশ, আম পাতায় মোড়া পার্শে, কাঁকড়ার তেল ঝাল, নেহারি গোশত, সীতাভোগ, আম বাদাম মিষ্টি দই এবং আরও অনেক কিছু।
টেবিল বুক করতে কল করুন এই নম্বরে: তাপস কুণ্ডু অথবা বিশ্বদীপ শাক্য + 91 6292274003
**শর্তাবলী প্রযোজ্য
রাজকুটির- আইএইচসিএল সিলেক্শনস:
রাসমঞ্চ (ব্যাঙ্কোয়েট) – রাজবাড়ির ভূরিভোজ:
উৎসবে মেতে উঠুন এবং খাঁটি বাঙালিয়ানায় মোড়া ব্যুফের স্বাদ নিন।
দিন: ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর, ২০২২ - লাঞ্চ এবং ডিনার
সময়: লাঞ্চ - দুপুর ১২টা ০০ মিনিট থেকে বিকাল ৪টে ৩০ মিনিট / ডিনার -
সন্ধ্যে ৭টা ০০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট
মূল্য – জনপ্রতি ট্যাক্স-সহ ১৭৯৯ টাকা
শিশুদের ক্ষেত্রে (৬ থেকে ১২ বছর) জনপ্রতি ট্যাক্স-সহ ৮৯৯ টাকা
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে: 6289461972 / 7908307466
**শর্তাবলী প্রযোজ্য
ইস্ট ইন্ডিয়া রুম:
দিন: ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর, ২০২২ - লাঞ্চ এবং ডিনার
মূল্য – আলা কার্ট
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে: 6289461972 / 7908307466
**শর্তাবলী প্রযোজ্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 3:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় কবজি ডুবিয়ে হোক ভূরিভোজ, সঙ্গে থাকুক প্রিয়জনেরা... দুর্দান্ত অফার দিচ্ছে কলকাতার পাঁচতারা হোটেল