Dry Needling Therapy : ‘শুকনো’ সুচে বিদ্ধ ত্বকেই নাকি ব্যথার উপশম, বরুণ ধওয়নের দৌলতে আলোচনায় নতুন চিকিৎসা পদ্ধতি

Last Updated:

‘ড্রাই নিডলিং’ (Dry Needling Therapy )৷ আধুনিক চিকিৎসার পরিভাষা ও অভিধানে সাম্প্রতিক আলোচ্য ৷ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি ৷ গত মসে বরুণ ধওয়ন (Varun Dhawan) সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে

নয়াদিল্লি : ‘ড্রাই নিডলিং’ (Dry Needling Therapy )৷ আধুনিক চিকিৎসার পরিভাষা ও অভিধানে সাম্প্রতিক আলোচ্য ৷ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি ৷ সম্প্রতি  বরুণ ধওয়ন (Varun Dhawan) সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে ৷ ইনস্টাগ্রামে লিখেছিলেন তিনি এই প্রণালীতে চিকিৎসা করিয়েছেন ৷ মূলত খেলোয়াড়দের আঘাতজনিত যন্ত্রণার চিকিৎসা করা হয় এই পদ্ধতিতে ৷ বরুণ ধওয়ন তাঁর ইনস্টা স্টোরিতে যে ছবি পোস্ট করেছিলেন সেখানে তাঁর থাই-এ বেশ কিছু ছোট ছোট সুচ বিদ্ধ অবস্থায় দেখা গিয়েছিল ৷
প্রাচীন চিনের প্রচলিত আর এক যন্ত্রণা উপশমের চিকিৎসা পদ্ধতি হল অকুপাংচার ৷ এর সঙ্গে ড্রাই নিডলের সাদৃশ্য খুঁজে পান অনেকেই ৷ তবে দু’টি পদ্ধতির মধ্যে একাধিক বৈসাদৃশ্য আছে ৷ অবশ্য দু’টি ক্ষেত্রেই ত্বকে সুচবিদ্ধ করা হয় ৷ মাসল পেইন, ক্র্যাম্পিং উপশমের পাশাপাশি ড্রাই নিডল পদ্ধতিতে শরীরের ফ্লেক্সিবিলিটিও বাড়ে ৷ অকুপাংচারের তুলনায় ড্রাই নিডল (Dry Needling Therapy ) অনেক বেশি আধুনিক পদ্ধতি ৷
advertisement
আরও পড়ুন : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস
তবে কাউকে যদি এই পদ্ধতিতে চিকিৎসা করাতেই হয়, তবে চিকিৎসকের প্রশিক্ষণ ও যোগ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া প্রয়োজনীয় ৷ তাছাড়া এই পদ্ধতি সকলের ক্ষেত্রে উপযুক্ত নাও হতে পারে ৷ ত্বকে বিদ্ধ করার আগে সব সুচ সঠিক উপায়ে স্টেরিলাইজ করা হয়েছে কিনা, দেখে নিতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়ও ৷
advertisement
advertisement
ড্রাই নিডল পদ্ধতিতে ব্যবহার করা হয় ফিলিফর্ম নিডল ৷ অতি সূক্ষ্ম, ছোট স্টেইনলেস স্টিলের এই সুচের মাধ্যমে দেহে কোনও ফ্লুইড প্রবেশ করানো হয় না ৷ তাই এই পদ্ধতিকে বলা হয় ‘ড্রাই’ বা ‘শুকনো’ ৷
আরও পড়ুন : গোবরজলের ছড়া দিয়ে মাটির উঠোন তকতকে করে শুরু দিন, ঠাকুমা পুষ্পরানি জানালেন সুস্থতার চাবিকাঠি
পাশাপাশি এই পদ্ধতিকে বলা হয় ‘ইন্ট্রামাস্কুলার স্টিম্যুলেশন’-ও ৷ চিকিৎসকরা পেশি বা টিস্যুতে ‘ট্রিগার পয়েন্ট’ নির্ধারণ করে সেখানে সুচবিদ্ধ করেন ৷
advertisement
ত্বক কিছুক্ষণের জন্য সুচ বিদ্ধহয়ে থাকে ৷ তার পর তা খুলে ফেলা হয় ৷ কিন্তু কতক্ষণ সুচবিদ্ধ হয়ে থাকবে, সেটা নির্ভর করে চিকিৎসকের সিদ্ধান্তের উপরেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dry Needling Therapy : ‘শুকনো’ সুচে বিদ্ধ ত্বকেই নাকি ব্যথার উপশম, বরুণ ধওয়নের দৌলতে আলোচনায় নতুন চিকিৎসা পদ্ধতি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement