Home /News /life-style /
Dry Needling Therapy : ‘শুকনো’ সুচে বিদ্ধ ত্বকেই নাকি ব্যথার উপশম, বরুণ ধওয়নের দৌলতে আলোচনায় নতুন চিকিৎসা পদ্ধতি

Dry Needling Therapy : ‘শুকনো’ সুচে বিদ্ধ ত্বকেই নাকি ব্যথার উপশম, বরুণ ধওয়নের দৌলতে আলোচনায় নতুন চিকিৎসা পদ্ধতি

ফাইল ছবি

ফাইল ছবি

‘ড্রাই নিডলিং’ (Dry Needling Therapy )৷ আধুনিক চিকিৎসার পরিভাষা ও অভিধানে সাম্প্রতিক আলোচ্য ৷ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি ৷ গত মসে বরুণ ধওয়ন (Varun Dhawan) সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে

 • Share this:

  নয়াদিল্লি : ‘ড্রাই নিডলিং’ (Dry Needling Therapy )৷ আধুনিক চিকিৎসার পরিভাষা ও অভিধানে সাম্প্রতিক আলোচ্য ৷ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি ৷ সম্প্রতি  বরুণ ধওয়ন (Varun Dhawan) সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে ৷ ইনস্টাগ্রামে লিখেছিলেন তিনি এই প্রণালীতে চিকিৎসা করিয়েছেন ৷ মূলত খেলোয়াড়দের আঘাতজনিত যন্ত্রণার চিকিৎসা করা হয় এই পদ্ধতিতে ৷ বরুণ ধওয়ন তাঁর ইনস্টা স্টোরিতে যে ছবি পোস্ট করেছিলেন সেখানে তাঁর থাই-এ বেশ কিছু ছোট ছোট সুচ বিদ্ধ অবস্থায় দেখা গিয়েছিল ৷

  প্রাচীন চিনের প্রচলিত আর এক যন্ত্রণা উপশমের চিকিৎসা পদ্ধতি হল অকুপাংচার ৷ এর সঙ্গে ড্রাই নিডলের সাদৃশ্য খুঁজে পান অনেকেই ৷ তবে দু’টি পদ্ধতির মধ্যে একাধিক বৈসাদৃশ্য আছে ৷ অবশ্য দু’টি ক্ষেত্রেই ত্বকে সুচবিদ্ধ করা হয় ৷ মাসল পেইন, ক্র্যাম্পিং উপশমের পাশাপাশি ড্রাই নিডল পদ্ধতিতে শরীরের ফ্লেক্সিবিলিটিও বাড়ে ৷ অকুপাংচারের তুলনায় ড্রাই নিডল (Dry Needling Therapy ) অনেক বেশি আধুনিক পদ্ধতি ৷

  আরও পড়ুন : যত্ন করলে জাঙ্ক জুয়েলারির জেল্লা থাকবে দীর্ঘদিন, পুজোর আগে রইল টিপস

  তবে কাউকে যদি এই পদ্ধতিতে চিকিৎসা করাতেই হয়, তবে চিকিৎসকের প্রশিক্ষণ ও যোগ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া প্রয়োজনীয় ৷ তাছাড়া এই পদ্ধতি সকলের ক্ষেত্রে উপযুক্ত নাও হতে পারে ৷ ত্বকে বিদ্ধ করার আগে সব সুচ সঠিক উপায়ে স্টেরিলাইজ করা হয়েছে কিনা, দেখে নিতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়ও ৷

  ড্রাই নিডল পদ্ধতিতে ব্যবহার করা হয় ফিলিফর্ম নিডল ৷ অতি সূক্ষ্ম, ছোট স্টেইনলেস স্টিলের এই সুচের মাধ্যমে দেহে কোনও ফ্লুইড প্রবেশ করানো হয় না ৷ তাই এই পদ্ধতিকে বলা হয় ‘ড্রাই’ বা ‘শুকনো’ ৷

  আরও পড়ুন : গোবরজলের ছড়া দিয়ে মাটির উঠোন তকতকে করে শুরু দিন, ঠাকুমা পুষ্পরানি জানালেন সুস্থতার চাবিকাঠি

  পাশাপাশি এই পদ্ধতিকে বলা হয় ‘ইন্ট্রামাস্কুলার স্টিম্যুলেশন’-ও ৷ চিকিৎসকরা পেশি বা টিস্যুতে ‘ট্রিগার পয়েন্ট’ নির্ধারণ করে সেখানে সুচবিদ্ধ করেন ৷

  ত্বক কিছুক্ষণের জন্য সুচ বিদ্ধহয়ে থাকে ৷ তার পর তা খুলে ফেলা হয় ৷ কিন্তু কতক্ষণ সুচবিদ্ধ হয়ে থাকবে, সেটা নির্ভর করে চিকিৎসকের সিদ্ধান্তের উপরেই ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Dry Needle Therapy, Varun Dhawan

  পরবর্তী খবর