Dream Comes True: ঠেলাগাড়িতে খাবার বেচে রোজগার! রাতারাতি কোটিপতি হয়ে জীবন পাল্টে গেল যুবকের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dream Comes True: একদিন সত্যিই ভাগ্য সুপ্রসন্ন হল। লটারি কেটে তাঁর হাতে আসে কড়কড়ে ১ কোটি টাকা
সৌভিক রায়, বীরভূম: চলতি বছরের অগাস্ট মাসে লটারি কেটেছিলেন হোটেল কর্মী আদিত্য মণ্ডল। তাঁর বাড়ি বীরভূমের সাঁইথিয়ার ৬ নং ওয়ার্ডে।এক সময় ঠেলায় করে খাবার বিক্রি করে মানুষের মুখে অন্ন তুলে দিতেন তিনি।অভাবের সংসারের হাল ফেরাতে অনেকেই লটারি কেটে কোটিপতি হওয়ার আশা রাখেন। আদিত্যও তাঁদের মধ্যে একজন। সংসারের হাল ফেরাতে নিয়মিত কাটতেন লটারি। একদিন সত্যিই ভাগ্য সুপ্রসন্ন হল। লটারি কেটে তাঁর হাতে আসে কড়কড়ে ১ কোটি টাকা।
প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি এই বিষয়টি। এর পর তাঁর টিকিটের সঙ্গে লটারির ১ কোটি নম্বরের টাকার নম্বর বার বার মিলিয়েছেন। টিকিট মিলিয়ে হতভম্ব হয়ে যান তিনি।তবে অনেক সময় দেখা যায়, লটারি পেয়েও সেই অর্থ সামলে রাখতে পারেন না অনেকেই। তবে আদিত্য মণ্ডল কি বাকিদের মতো!এক কোটির লটারি বাবদ টাকা দিয়ে ঠিক কী করলেন?কতটা বদলাল তাঁর জীবন? নাকি লটারি পাওয়ার পরে ছন্দপতন ঘটে তার জীবনে!
advertisement
advertisement
এই প্রসঙ্গে আদিত্য আমাদের জানান, ‘‘লটারি পাওয়ার পর অবশ্যই জীবনে অনেকটাই বদল এসেছে।এখনও সেই ঠেলাগাড়ি চালাই।’’ আর্থিক স্বাচ্ছন্দের মুখ দেখেছেন আদিত্য। তিনি আরও বলেন যে লটারি এখনও কাটেন তবে অনেকটা মেপে।কোটিপতি হওয়ার পরে যে লটারি কাটার পরিমাণ বেড়েছে সেটা নয়।তবে তিনি নেশাগ্রস্ত নন কোনওভাবেই।
বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা আদিত্য মণ্ডলকে এলাকাবাসী গোলাপ বলেই চেনেন। দীর্ঘ দিন ধরে একটি হোটেলে কাজ করতেন তিনি। কখনও কখনও অবসর সময়ে ঠেলাগাড়ি করে খাবার বিক্রি করেছেন।এর পাশাপাশি লটারি টিকিট কাটার অভ্যাস ছিল তাঁর। টিকিট কেটে কখনও পেয়েছেন ৬০০ টাকা, কখনও বা ১০,০০০ আবার কখনও ৪৫ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন : জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথায় জেরবার শীতে? জানুন কীভাবে আরাম পাবেন
তবে কোটি টাকা পাওয়া তাঁর কাছে স্বপ্ন ছিল। রাতারাতি কোটিপতি হয়ে সেই টাকা নিমেষে উড়িয়ে দিতে নারাজ তিনি। তিনি জানান সকলেরই উচিত কোটি টাকা পাওয়ার পর আবেগে না ভাসতে। সেই টাকা গঠনমূলক কাজে লাগানো প্রয়োজন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dream Comes True: ঠেলাগাড়িতে খাবার বেচে রোজগার! রাতারাতি কোটিপতি হয়ে জীবন পাল্টে গেল যুবকের