Double Chin: ডাবল চিনের সমস্যা ? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Double Chin Problem: ফেসিয়াল এক্সারসাইজ করলে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং এতে বলিরেখাও কম পড়ে।
কলকাতা: সুন্দর মুখের চাবিকাঠি লুকিয়ে থাকে সুন্দর, সুগঠিত চোয়ালে। কিন্তু অনেক সময় ডাবল চিন বা থলথলে থুতনি নিয়ে সমস্যায় পড়তে হয়। তবে এই সমস্যা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। কয়েকটি ‘ফেসিয়াল এক্সারসাইজ’ করলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফেসিয়াল এক্সারসাইজ করলে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং এতে বলিরেখাও কম পড়ে (Double Chin)।
কেন হয় ডাবল চিন?
ডাক্তারি পরিভাষায় ডাবল চিনকে বলা হয় সাবমেন্টাল ফ্যাট। এটা তখনই তৈরি হয় যখন বাড়তি মেদ থুতনির নীচে এবং ঘাড়ের চারপাশে জমা হয়। বেশিরভাগ সময়ে ওজন বাড়লে এই সমস্যা দেখা যায়। ডাবল চিন হলে মুখ অনেক ভরাট দেখায়। রূপচর্চার পরিপ্রেক্ষিতে দেখলে ডাবল চিন কেউই পছন্দ করেন না। কারণ প্রচলিত ধারণা অনুযায়ী ডাবল চিন থাকলে দেখতে খারাপ লাগে। আর অন্য ভাবে দেখলে বলতে হয় যে কারও যদি ডাবল চিন থাকে তাহলে তাঁর ওজন বৃদ্ধি পেয়েছে। সেটাও শরীরের পক্ষে খুব ভাল নয়।
advertisement
advertisement
বল এক্সারসাইজ
একটা ছোট্ট টেনিস বা ক্রিকেট বল দিয়ে এই এক্সারসাইজ করা যায়। বলটি থুতনির নীচে রেখে সেখানে চাপ দিতে হবে। ২৫ থেকে ৩০ মিনিট এই এক্সারসাইজ করতে হবে। একটা ৯-১০ ইঞ্চি বল নিয়ে এই এক্সারসাইজ করা যেতে পারে।
advertisement
জিভের এক্সারসাইজ
এখানে কাজে লাগাতে হবে জিভের পেশিকে। জিভ গুটিয়ে নিয়ে সামনে স্ট্রেচ করতে হবে। তারপর ডাইনে বাঁয়ে ঘোরাতে হবে এবং জিভ দিয়ে নাক ধরার চেষ্টা করতে হবে।
চিউইং গাম এক্সারসাইজ
শুনতে অদ্ভুত লাগলেও চিউইং গাম চিবানো সবচেয়ে ভাল এক্সারসাইজ। ক্রমাগত গাম চিবোতে থাকলে মুখ এবং থুতনির পেশি ওঠানামা করে ফলে থুতনির মেদ কমে যায়।
advertisement
উ ও ই য়ের উচ্চারণ
ঠোঁট সরু করে উ এবং ই উচ্চারণ করতে হবে। একটু ছড়িয়ে বা বলা যায় জোর দিয়ে এই উচ্চারণ করার চেষ্টা করতে হবে, যাতে গাল এবং থুতনির পেশিতে টান পড়ে। এটা অত্যন্ত সহজ একটি ব্যায়াম। যা দিনে রাতে যে কোনও সময় করা যায়।
advertisement
ভুরুর এক্সারসাইজ
দুই আঙুল দুই ভুরু যেখানে শুরু হয়েছে সেখানে রাখতে হবে।অল্প করে চাপ দিতে হবে এবং ভুরু উপরে তুলতে হবে।
ফেস লিফট
মুখ হাঁ করে নাকের পাটা ফোলাতে হবে। দশ সেকেন্ড করে এই এক্সারসাইজ করতে হবে।
হাসির এক্সারসাইজ
পূর্ণ হাসিও কিন্তু একটা ভালো এক্সারসাইজ। তাই হাসি বন্ধ করলে চলবে না।
advertisement
কপালের এক্সারসাইজ
হাতের তালু দিয়ে চেপে ভুরু তুলতে হবে। এমন ভাবে তুলতে হবে যেন কেউ চমকে গিয়েছে বা রেগে গিয়েছে। এতে কপালে বলিরেখা পড়বে কম।
মুখের এক্সারসাইজ
দুটো ঠোঁট চিপে মাছের মতো করে সেটা ডান ও বাঁয়ে বেঁকাতে হবে।
ডাবল চিন এক্সারসাইজ
মুখ সোজা রেখে নীচের চোয়াল সামনে এগিয়ে আনতে হবে। এটা দশ সেকেন্ড করতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 4:31 PM IST