Dooars Tourism: আধো আধো আলোতে আজ মন ভোলাতে...প্রিয়জনের সঙ্গে নিভৃতে গোলাপের গন্ধে হারিয়ে যেতে বর্ষশেষে আসুন এই বনবাংলোয়

Last Updated:

Duars Tourism: ডুয়ার্সে আসা পর্যটকদের জঙ্গল সফর হবে রোমাঞ্চে মোড়া! ঘন জঙ্গলের ভেতর অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন সরকারি বন বাংলোয় আলো ছড়াবে হ্যারিকেন। এবার থেকে ডুয়ার্স ট্রিপ মানে শুধুই অ্যাডভেঞ্চার। এমনই নয়া উদ্যোগ বনদফতরের তরফে। 

+
ডুয়ার্সে

ডুয়ার্সে রাত্রি যাপন

সুরজিৎ দে, জলপাইগুড়ি: ডুয়ার্সে আসা পর্যটকদের জঙ্গল সফর হবে রোমাঞ্চে মোড়া! ঘন জঙ্গলের ভেতর অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন সরকারি বন বাংলোয় আলো ছড়াবে হ্যারিকেন। এবার থেকে ডুয়ার্স ট্রিপ মানে শুধুই অ্যাডভেঞ্চার। এমনই নয়া উদ্যোগ বনদফতরের তরফে।ডুয়ার্সের গভীর অরণ্যে এক নতুন রূপে পরিণত হতে চলেছে বন বাংলোগুলি।
এক সন্ধ্যায়, যখন সূর্য পশ্চিম আকাশে মুছে যাচ্ছে, তখন মৃদু বাতাসে দোলা খেতে খেতে, এক অদ্ভুত আকর্ষণ আসে। রামসাইয়ের সরকারি রিসোর্টগুলোতে বিদ্যুতের কোনও ব্যবস্থা নেই। থমথমে অন্ধকারের মাঝে, ছোট ছোট হ্যারিকেনের মৃদু আলোয় আলোকিত হতে থাকে সব কিছু। হালকা আলোর মধ্যে, সূর্যের চঞ্চল রশ্মি যখন অদৃশ্য, তখনই যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক অভূতপূর্ব রাত্রি যাপন অভিজ্ঞতা লাভ করেন পর্যটকরা।
advertisement
তবে এটি সাধারণ হ্যারিকেন নয়। বিদ্যুৎ না থাকলেও রয়েছে সৌরআলোর ব্যবস্থা। সেই সোলার  আলোই হয়ে ওঠে এখানে আলো-আঁধারের একমাত্র সঙ্গী। পর্যটকদের ডুয়ার্স ট্রিপ বিশেষ করে তুলতে পর্যটন ব্যবসায়ী অলক চক্রবর্তীর উদ্যোগে জঙ্গলে গোলাপ হাতে স্বাগত জানানো হচ্ছে প্রতিটি পর্যটককে। পাহাড়, অরণ্য, মৃদু বাতাস, আর গোলাপের সুগন্ধেমাতোয়ারা হয়ে ওঠেন পর্যটকরা।
advertisement
advertisement
আরও পড়ুন : দুধ আর নতুন গুড়ের মিশেলে তৈরি কেশর ফিরনিতে মন মজেছে মিষ্টিপ্রেমীদের! দেখুন কীভাবে তৈরি হয়, জানুন দাম
সম্প্রতি আলিপুরদুয়ারের হলং বাংলো পুড়ে যাওয়ার পর প্রশাসন সচেতন হয়ে ওঠে, যাতে ভবিষ্যতে কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই থেকেই এমন অভিনব ও নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা নিরাপদে প্রকৃতির আনন্দ নিতে পারেন, পাশাপাশি তাদের রাত্রিযাপন হয় একদম আলাদা ধরনের অভিজ্ঞতা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Tourism: আধো আধো আলোতে আজ মন ভোলাতে...প্রিয়জনের সঙ্গে নিভৃতে গোলাপের গন্ধে হারিয়ে যেতে বর্ষশেষে আসুন এই বনবাংলোয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement