Dooars: পুজোয় ২৫০ টাকায় সেরা ডুয়ার্স ট্রিপ! রাজকীয় থাকা-খাওয়ার ব্যবস্থা, কীভাবে বুকিং করবেন? জানুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Trip: মাত্র ২৫০ টাকায় সব রকম সুবিধা-সহ সাজানো গোছানো, পরিষ্কার -পরিচ্ছন্ন ঘর। বেশি মূল্য ব্যয় করলে পেয়ে যাবেন অত্যাধুনিক সুবিধা সহ ডিলাক্স রুম। আর খাবার দাবারের মান যেমন উন্নত-সুস্বাদু, দামও এক্কেবারে পকেট সাধ্য।
advertisement
advertisement
advertisement
*এই আবাস কেন্দ্রে অনলাইনে বুকিং করার সুবিধা রয়েছে, এবং আগত পর্যটকরা সরাসরি এখানে এসেও বুকিং করতে পারবেন। এবার প্রশ্ন আসতেই পারে থাকার খাওয়ার ব্যবস্থা তো হল, ঘোরার জন্যে ভিউ স্পট কি কি রয়েছে? চালসার এই যুব আবাসন কেন্দ্রটি ডুয়ার্সের জঙ্গলের কাছাকাছিই রয়েছে। তাই হাতের নাগালেই পেয়ে যাবেন লাটাগুড়ি, গরুমারা, কাঠামবাড়ি, ধূপঝোড়া সহ স্থানীয় ঘন জঙ্গল ঘুরে দেখার সুযোগ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement







