Coronavirus News: ফের করোনার চোখ রাঙানি! আগে থেকেই জেনে নিন কী খাবার খেলে বাঁচা যাবে এই রোগ থেকে
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
Last Updated:
Jalpaiguri News: বিশেষজ্ঞের কথায়, কোভিডের হাত থেকে রক্ষা পেতে আমাদের ভেতর থেকে স্ট্রং হতে হবে। অর্থাৎ বাড়াতে হবে শারীরিক ইমিউনিটি পাওয়ার।
জলপাইগুড়ি: সালটা ২০২০। দুঃস্বপ্নের একটি বছর। করোনা মহামারীর কবলে পড়েছিল গোটা দুনিয়া। প্রায় ৪ বছর পর ওলট পালট হয়ে যাওয়া জীবনযাপন যেই খানিক স্থিতিশীল হয়েছে। তবে ফের মাথা চারা দিয়ে পুনরায় ফিরে আসছে সেই করোনা। সম্প্রতি কোভিড জেএন.১ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ধরন হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, এটি ইমিউন সিস্টেম ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আরও সংক্রামক হতে পারে। তাই এবার আগেভাগেই করোনা থেকে বাঁচতে প্রস্তুতি নিতে হবে। কিন্তু কিভাবে? পরামর্শ দিলেন পুষ্টি বিশেষজ্ঞ উত্তরা সাহা।
বিশেষজ্ঞের কথায়, কোভিডের হাত থেকে রক্ষা পেতে আমাদের ভেতর থেকে স্ট্রং হতে হবে। অর্থাৎ বাড়াতে হবে শারীরিক ইমিউনিটি পাওয়ার। তাই প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফাইবার এবং যথেচ্ছ পরিমাণের ফ্লুইড সমৃদ্ধ ব্যালেন্স ডায়েট মেনে চলা অত্যন্ত জরুরি। করোনায় আক্রান্ত হলে শরীরে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে সঙ্গে স্বাদও চলে যায়। সহজেই যাতে করোনা থাবা বসাতে না পারে তাই ফ্রিজার ফুড অর্থাৎ প্রসেসড খাবার ব্যতিরেকে বাড়ির বানানো হালকা টাটকা খাবার ও সব ধরনের ফল এবং সবজি প্রতিদিনের ডায়েট এর তালিকায় রেখে শরীরের ইমিউনিটি বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞ।
advertisement
আরও পড়ুন5 Superfood for Anemia: আর নেই চিন্তা, এই পাঁচ খাবারেই শরীরে রক্ত থাকবে ভরপুর, ধারে কাছে ঘেঁষবে না রক্তশূন্যতা
রোজ ৫টি ফল, পরিমিত সবজি খাওয়ায়ার পাশাপাশি যতটা সম্ভব ফ্রিজে রাখা খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শই দেন তিনি। শীত কালে বাজারে নানা সবজি মেলে। এর মধ্যে সবুজ সবজি যেমন ব্রোকলি, বাঁধাকপি, মটরশুঁটি ইত্যাদি, এছাড়াও মরশুমি রঙিন সবজি যেমন গাজর, বিট ইত্যাদি সহ সমস্ত সবজি ও সবধরনের ফল খাওয়া জরুরি।
advertisement
advertisement
তবে অবশ্যই আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তা হলে সেসব মেনেই সবজি খেতে হবে। তা হলেই আপনি হবেন ভেতর থেকে মজবুত। এর পাশাপাশি বাহ্যিক ভাবেও নিজেকে রক্ষা করতে ভীড় সামলে যাতায়াত করা, দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরী।
সুরজিৎ দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 4:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coronavirus News: ফের করোনার চোখ রাঙানি! আগে থেকেই জেনে নিন কী খাবার খেলে বাঁচা যাবে এই রোগ থেকে