Shutki Varta Recipe:  লোটে শুঁটকি ভর্তা খেয়েছেন! এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন

Last Updated:

ক্যালসিয়াম ও পুষ্টিগুণে ভরপুর এই লোটে মাছ। লোভনীয় এই লোটে শুঁটকি ভর্তা একবার খেলে আপনিও হয়ে যেতে পারেন এর ডাই হার্ড ফ্যান!

+
title=

শিলিগুড়ি : বাঙালীর রসনা বিলাসে শুঁটকি মাছের জুড়ি নেই। আর তা যদি হয় লোটে মাছের শুঁটকি তাহলে তো কথাই নেই। সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। তবে সবথেকে সুস্বাদু শুটকি মাছ হল লোটে শুঁটকি।
লোটে শুঁটকি দামে বেশ সস্তা। ঠিকমতো রান্না করতে পারলে দুরন্ত স্বাদ! তাছাড়া ক্যালসিয়াম ও পুষ্টিগুনে ভরপুর এই লোটে মাছ। লোভনীয় এই লোটে শুঁটকি ভর্তা একবার খেলে আপনিও হয়ে যেতে পারেন এর ডাই হার্ড ফ্যান!
advertisement
advertisement
উপকরণ:
লোটে শুঁটকি ৬টি, পেঁয়াজ কুঁচি ২ কাপ, রসুন ১০-১২ কুয়ো, শুঁকনো লঙ্কা ৫টি, তেল এবং নুন পরিমাণমতো, ধনেপাতা কুঁচি
ক্লাউড কিচেন এর শেফ কল্পনা দাস বলেন, “এই শুঁটকি অত্যন্ত সহজ পদ্ধতিতে রান্না করা যায়। প্রথমে শুঁটকি মাছ ছোট ছোট করে কেটে গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এ বার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন দিন। অল্প ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো থেকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন।”
advertisement
এর পর ওই তেলের মধ্যেই গরম জলে ভিজিয়ে রাখা লইট্টা বা লোটে শুঁটকিগুলো তেলের মধ্যে দিয়ে দিন। মাছগুলো বেশ লাল করে ভেজে নিন। খেয়াল রাখবেন, শুঁটকিগুলো যেন পুড়ে না যায়। ভাজা মাছগুলো এ বার নামিয়ে ঠাণ্ডা করতে দিন। হাত দেওয়ার মত ঠাণ্ডা হয়ে গেলে শুঁটকি মাছ, ভাজা রসুন, পেঁয়াজ ও লঙ্কা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন। এর পর ধনেপাতা কুঁচি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুন লাগবে এই লইট্টা শুঁটকি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shutki Varta Recipe:  লোটে শুঁটকি ভর্তা খেয়েছেন! এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement