রোজ কলা খাওয়া অত্যন্ত জরুরি, এনার্জি পাবেন সব কাজেই

Last Updated:

প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের বিভিন্ন ধরণের খাদ্য রাখতে হয় যাতে প্রোটিন, ভিটামিন, মিনারেল, শর্করা ইত্যাদির পরিমাণ যেন সমগুণে থাকে

#কলকাতা: প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের বিভিন্ন ধরণের খাদ্য রাখতে হয় যাতে প্রোটিন, ভিটামিন, মিনারেল, শর্করা ইত্যাদির পরিমাণ যেন সমগুণে থাকে ৷ এক কথায় সুষম খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হয় যাতে শরীর সুস্থ থাকে
৷ তবে প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু রাখুন না রাখুন, একটি কলা কলা খাওয়া অত্যন্ত জরুরি ৷
একবার দেখে নেওয়া যাক কলায় কী কী গুণ আছে ?
advertisement
ভিটামিন বি৬ -০.৫ এমজি, ম্যাঙ্গানিজ - ০.৩ এমজি, ভিটামিন সি - ৯ এমজি, পটাসিয়াম - ৪৫০ এমজি, ডায়েটি ফাইবার - ৩এমজি, প্রোটিন - ১ গ্রাম, ম্যাগনেসিয়াম ৩৪ এমজি, ফোলেট ২৫.০ এমজিসি, রিবোফ্লেভিন -০.১ এমজি, নিয়াসিন ০.৮ এমজি, ভিটামিন এ - ৮১ আইইউ,আয়রন - ০.৩ এমজি ৷ (এমজি- মিলিগ্রাম) ৷
advertisement
কলায় সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় ৷ কলা উদ্দম বাড়ায় ৷ কমে ক্লান্তি ৷ কর্ম ক্ষমতাকে দ্বিগুণ করে ৷ শরীরকে স্বতেজ করে তোলে ৷ ভাল রাখে ফুসফুস ৷ যাঁরা প্রতিদিনের ধুলোবালি থেকে ফুসফুসকে ভাল রাখতে কলার অসামান্য অবদান ৷ কলা দেহের মধ্যে শীতলতা বজায় রাখে ৷ মূলত যাঁরা খেলাধূলা করে থাকেন চিকিৎসকেরা বারবার কলা খেতে বলে থাকেন ৷ শুধু খেলাধূলার জগতের মানুষই নয় সকলের রোজ কলা রোজ সবার খাওয়া উচিৎ ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোজ কলা খাওয়া অত্যন্ত জরুরি, এনার্জি পাবেন সব কাজেই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement