Food: মাত্র ২২ টাকায় জিভে জল আনা মাংসভাত! কোথায় পাবেন? আজই ঘুরে আসুন সদলবলে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
জানেন কি এখনও ডায়মন্ড হারবারে এখনও মেলে ২২ টাকায় মাংসভাত, মাছভাত মেলে ২১ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ডায়মন্ড হারবারের লালপোল পেরিয়ে যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই চিপ ক্যন্টিনগুলি।
ডায়মন্ড হারবার: জানেন কি এখনও ডায়মন্ড হারবারে এখনও মেলে ২২ টাকায় মাংসভাত, মাছভাত মেলে ২১ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ডায়মন্ড হারবারের লালপোল পেরিয়ে যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই চিপ ক্যন্টিনগুলি। পরপর রয়েছে হোটেলগুলি, ঘোষ চিপ ক্যন্টিন, দীপক চীপ ক্যন্টিন ও ভোলা চিপ ক্যন্টিন। ৩০ বছরের বেশি সময় ধরে চলছে এই সস্তার হোটেলগুলি। সস্তার এই মাংস ও মাছ ভাত খেতে এখনও ভিড় জমান শতাধিক ব্যক্তি। প্রথমে ২ টাকা ৫০ পয়সায়, মিলত মাছভাত। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ২২ টাকায়। এখন মেলে মাংস ভাত।
আরও পড়ুনঃ সিজন চেঞ্জে ঘরে ঘরে ভাইরাল সংক্রমণ, কীভাবে বাঁচবেন হদিশ দিলেন চিকিৎসকরা
প্রতি চিপ ক্যন্টিনেই ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি সারাদিনে খাবার খেতে আসেন। সর্বমোট প্রায় ৫০০ জন ব্যক্তি এই চিপ ক্যান্টিন থেকে প্রাত্যহিক মধ্যাহ্নভোজন করে থাকেন। দাম যথেষ্ট কম হওয়ায় অনেকেই আসেন এই ক্যন্টেনগুলিতে।
advertisement
এ নিয়ে ঘোষ চিপ ক্যান্টিনের মালিক সমীর ঘোষ জানান মূলত তাঁরা বাইরের কোনো শ্রমিক রাখেন না। নিজেরাই সব কিছু রান্না করেন। এছাড়াও আনুসঙ্গিক কাজগুলি তাঁরা করে থাকেন। সেজন্যই এতো কম দামে তাঁরা সেগুলি পরিবেশন করতে পারেন।
advertisement
বাজার করা থেকে শুরু করে রান্না সবকিছুই করেন ওই চিপ ক্যন্টেনগুলির মালিক এবং তাঁদের পরিবারের লোকজন। সাধারণ মানুষজনের মুখে সল্প মূল্যে আহার তুলে দেওয়ায় তাঁদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তাঁরা বছরের পর বছর। কতদিন এই কমমূল্যে তাঁরা ক্যান্টিনগুলি চালিয়ে যেতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন ডায়মন্ড হারবারে।
advertisement
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 4:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food: মাত্র ২২ টাকায় জিভে জল আনা মাংসভাত! কোথায় পাবেন? আজই ঘুরে আসুন সদলবলে!