Home Remedy of Season Change: সিজন চেঞ্জে ঘরে ঘরে ভাইরাল সংক্রমণ, কীভাবে বাঁচবেন হদিশ দিলেন চিকিৎসকরা

Last Updated:

Home Remedy of Season Change: সিজন চেঞ্জ হচ্ছে। ভাইরাল ফিভারে ভুগছেন অনেকেই। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। সাধারণত মরশুমি রোগ ১ থেকে ২ দিন থাকে। তারপর ঠিক হয়ে যায়। অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ খান।

সিজন চেঞ্জে ঘরে ঘরে ভাইরাল সংক্রমণ
সিজন চেঞ্জে ঘরে ঘরে ভাইরাল সংক্রমণ
কলকাতাঃ সিজন চেঞ্জ হচ্ছে। ভাইরাল ফিভারে ভুগছেন অনেকেই। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। সাধারণত মরশুমি রোগ ১ থেকে ২ দিন থাকে। তারপর ঠিক হয়ে যায়। অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ খান।  কিন্তু এক থেকে দুদিনের বেশি উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেই মতো ওষুধ খেতে হবে।
আরও পড়ুনঃ বাচ্চা খিটখিটে, খারাপ ব‍্যবহার করছে? না বকাবকি করে এই কাজগুলি করুন! চরিত্র বদলে যাবে সন্তানের
আইজিএমসি-এর বিভাগীয় প্রধান, অধ্যাপক এবং এমডি মেডিসিন, ডাঃ বলবীর সিং ভার্মা বলছেন, সিমলা এবং আশেপাশের এলাকায় ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কখনও ঠাণ্ডা বাতাস বইছে। আবার কখনও প্রচণ্ড রোদ। একবার ঠান্ডা লাগছে তো পরক্ষণেই গরম। এই ধরণের আবহাওয়ায় ভাইরাসজনিত রোগের প্রকোপ বাড়ে।
advertisement
মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 °C বা 98.6 °F। শরীরের তাপমাত্রা এর উপরে গেলে তাকে জ্বর বলে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি একটি চিহ্ন যে সেই ব্যক্তির শরীর ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।
advertisement
ভাইরাল সংক্রমণে অ্যান্টিবায়োটিক নয়: ডাঃ ভার্মা জানান, ভাইরাল সংক্রমণে গলা ব্যথা, সর্দি, শরীরে ব্যথা, জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। সাধারণত ১ থেকে ২ দিন স্থায়ী হয়। তারপর নিজে থেকেই সেরে যায়। এমন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয়। এর ফলে শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের দিকে যেতে পারে। আসলে বারবার অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
তবে ভাইরাল সংক্রমণ ৩ থেকে ৪ দিন স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেই অনুযায়ই ওষুধ খেতে হবে। এই রোগে ভাইরাল সংক্রমণ মারাত্মক প্রভাব ফেলে: ডাঃ ভার্মা বলেন, যারা হাঁপানি, হার্ট ফেইলিউর, কিডনি, আর্থ্রাইটিস ইত্যাদি রোগে ভুগছেন, যারা স্টেরয়েড নেন, তাঁদের সতর্ক থাকতে হবে।
ভাইরাল এই ধরনের রোগীদের উপর ভাইরাল সংক্রমণ মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। সিজন চেঞ্জের সময় এঁদের মাস্ক পরা উচিত। সকালে হাঁটতে বেরলে বা অন্য কাজের সময়ও মুখ থেকে মাস্ক নামানো চলবে না। এতে সংক্রমণের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। তাছাড়া মাস্ক পরলে গরম বাতাস বের হবে, এবং শুধু গরম বাতাসই ভেতরে যাবে, এর ফলে ঠান্ডা লাগার সম্ভাবনাও কমে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Remedy of Season Change: সিজন চেঞ্জে ঘরে ঘরে ভাইরাল সংক্রমণ, কীভাবে বাঁচবেন হদিশ দিলেন চিকিৎসকরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement