ডায়াবেটিসে খুব উপকারী এই গাছ, ফুলের বাহার দেখলেই মন চাঙ্গা
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Palash flower benefits: হাজারিবাগের আয়ুষ বিভাগের চিকিৎসক ডা. মকরন্দ কুমার মিশ্র আমাদের জানিয়েছেন যে, পলাশ দেখতে যেমন আকর্ষণীয় তেমনই ঠিক উপকারী এর আয়ুর্বেদিক গুণ। শরীরের অনেক সমস্যা সমাধানে এই ফুল খুব কার্যকরী।
কলকাতা: তেসু বা পলাশ ফুলকে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের স্টেট ফ্লাওয়ার বলা হয়। গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গেই পলাশ ফুল ফুটতে শুরু করে। একে বনের আগুনও বলা হয়।
ভারতীয় পোস্ট অফিসের ডাকটিকিটের দ্বারা পলাশকে সম্মানিত করা হয়েছে। হিন্দু ধর্মে, পলাশকে ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের বাসস্থান হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও পলাশের আয়ুর্বেদিক ব্যবহার রয়েছে, যার মাধ্যমে অনেক রোগ নিরাময় হয়।
এই বিষয়ে হাজারিবাগের আয়ুষ বিভাগের চিকিৎসক ডা. মকরন্দ কুমার মিশ্র আমাদের জানিয়েছেন যে, পলাশ দেখতে যেমন আকর্ষণীয় তেমনই ঠিক উপকারী এর আয়ুর্বেদিক গুণ।
advertisement
advertisement
আরও পড়ুন- বেশি ভিটামিন সি-তে ক্ষতি, জেনে নিন বয়স অনুযায়ী রোজ কতটা খেলে উপকার পাবেন
কেন না পলাশে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা গাঁটের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর। এছাড়াও চর্মরোগ, পেটের কৃমি, ডায়াবেটিস ও ক্ষত সারাতেও এটি খুবই উপকারী। যাঁদের মূত্র বা মূত্রনালী সংক্রান্ত সমস্যা রয়েছে তাঁরাও পলাশ ফুল ব্যবহার করতে পারেন।
advertisement
ডাক্তার আরও বলেছেন যে, এর ফুল ছাড়াও এর পাতা ও বাকলেও নানা উপকারী উপাদান রয়েছে। এটি খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। কারও পেটে কৃমি হলে এর গুঁড়ো মধুসহ খালি পেটে খেতে হবে।
এছাড়া ক্ষত নিরাময়ের জন্য পাতা ও বাকল পিষে ক্ষতস্থানে পেস্ট লাগাতে হবে। পলাশ পাতার রস খেলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়। ত্বক সংক্রান্ত সমস্যায় এর ফুলের পেস্ট লাগাতে হবে। এর পেস্ট চুলকানি ও শুষ্কতার সমস্যা নিরাময়েও কার্যকর। এতে উপস্থিত অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য ত্বকের জন্য খুবই উপকারী।
advertisement
আরও পড়ুন- কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনতে হবে না আঙুর..! ছাদ বাগানেই থোকা থোকা! কী ভাবে সম্ভব?
এই গাছের ফুল, পাতা, ফল বা বীজ চর্মরোগ, ডায়ারিয়া ছাড়াও ডায়াবেটিসের বিরুদ্ধেও দারুন ভাবে কার্যকর। এই গাছের বিভিন্ন অংশে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
এছাড়াও যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাঁরাও কিন্তু পলাশ ফুল ব্যবহার করতে পারেন। পলাশ ফুলের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এছাড়াও পলাশে এমন কিছু খনিজ রয়েছে, যা এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তবে যে কোনও ভাবে পলাশ ব্যবহারের আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে নেওয়া ভাল।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 6:50 PM IST