বাঁশ থেকেই হচ্ছে লক্ষী লাভ! জানলে অবাক হবেন এই গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য

Last Updated:

Lucky Bamboo Plant: পরিবারের মধ্যে অশান্তি চলছে! তাহলে বাড়িতে লাগাতে পারেন এই গাছ।

+
লাকি

লাকি বাম্বু গাছ 

বীরভূম: ভাগ্যবান বাঁশ বা ‘লাকি ব্যাম্বু’, হল Asparagaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের প্রজাতি। হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার নামের এক জার্মান-ইংরেজ মালির নামানুসারে এর নামকরণ করা হয় ‘ড্রাকেনা স্যান্ডেরিয়ানা’। উদ্ভিদটির আদি নিবাস ‘মধ্য আফ্রিকা’ মনে করা হয়। তবে অনেকেই পরিবারের মঙ্গল কামনার জন্য এবং পরিবারের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য এই লাকি বাম্বু বিভিন্ন ফুলের দোকান কিংবা নার্সারি থেকে কিনে নিয়ে যান।
অনেকেই কিনে নিয়ে যান এই লাকি বাম্বু। কিন্তু জানেন না কী ভাবে বাড়িতে স্থাপন করতে হয় এই গাছ। কোন দিকে লাগাতে হয়! ঘরে লাকি বাম্বু রাখলে তা নানা ইঙ্গিত দেয় ।আগামী দিনে সুখ না দুঃখ, তা জানায় এই গাছ। বলা হয়, লাকি বাম্বু গাছ ঘরে রাখলে তা যদি ফুলে ফেঁপে ওঠে, তা হলে সুখ ধরা দেয় সংসারে।
advertisement
advertisement
লাকি বাম্বুর গাছ ঘরের মধ্যে শুকিয়ে গেলে নেতিবাচক শক্তির প্রকোপ বাড়ে। তাই সুখ সমৃদ্ধির জন্য খুব যত্নে রাখতে হয় এই গাছ।বিশেষজ্ঞদের মতে ডাইনিং টেবিলে এই গাছ রাখা খুব শুভ তাতে সুখ-সমৃদ্ধি ঘটে ।বেডরুমের খাটের ডান দিকে লাকি বাম্বু রাখলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। যদি বাড়ির সদস্যদের মধ্যে মিল না থাকে তবে লাকি ব্যাম্বু গাছ লাগাতে পারেন।
advertisement
এটি বাড়িতে শান্তি ফেরাবে।আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান বা সম্পর্কের মাধুর্য আনতে চান, তাহলে ঘরে সাত বা নয়টি বাঁশের লাকি ব্যাম্বু গাছ লাগান।অফিসে এই বিজোড় সংখ্যার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
advertisement
 সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাঁশ থেকেই হচ্ছে লক্ষী লাভ! জানলে অবাক হবেন এই গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement