উপার্জন খারাপ ন.। তবুও হাতে টাকা থাকে না। এই সমস্যা হয়তো অনেকের। বাস্তু মতে, টাকা রাখার ব্যাগে কিছু জিনিস রাখলে অর্থের অভাব দূর হয় না। এই যেমন টাকার ব্যাগে কখনও দেব-দেবীর ছবি রাখতে নেই। এমন কোনও কাগজও রাখতে নেই যাতে দেবী-দেবতার ছবি রয়েছে।
অনেক পুরনো রশিদ, বিল মানি ব্যাগে রাখলে অর্থের অভাব দূর হয় না অনেক সময়।
মানি ব্যাগে কখনও মৃত পরিজনদের ছবি রাখতে নেই। এতে ধনদেবী রুষ্ট হন বলে শোনা যায়।
মানি ব্যাগে কখনও কোনও ধারালো কিছু রাখতে নেই। এমন কিছু রাখতে নেই যা তীক্ষ্ণ।
ছেঁড়া, ফাটা মানি ব্যাগ কখনও ব্যবহার করতে নেই। এতে আর্থিক সমস্যা আরও বাড়ে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।