Lemons in Sunlight-Phytophoto Dermatitis: সূর্যের আলোয় ভুলেও খাবেন না লেবু! মারাত্মক ঘটনা ঘটতে পারে শরীরে, মার্গারিটা বার্ন রোগ কী জানুন

Last Updated:

Lemons in Sunlight-Phytophoto Dermatitis: ওই মহিলার দাবি, তিনি জানতেন না যে লেবু তার সন্তানের কতটা ক্ষতি করতে পারে। একদিন দুপুরে শিশুটিকে একটি লেবু দেওয়া হয়। তারপর কী ঘটেছে জানুন। চমকে যাবেন।

সূর্যের আলোয় ভুলেও খাবেন না লেবু! ঘটল মারাত্মক ঘটনা... মার্গারিটা বার্ন রোগ কী!
সূর্যের আলোয় ভুলেও খাবেন না লেবু! ঘটল মারাত্মক ঘটনা... মার্গারিটা বার্ন রোগ কী!
সন্তানের যত্ন সব মানুষই করেন, নিজ নিজ সাধ্য মতো। কিন্তু অনেক সময় অসাবধানতায় এমন ঘটনা ঘটে যায়, যা শিশুর ক্ষতি করে। তেমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এক মহিলার অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, নিজের সন্তানকে লেবু খেতে দিয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেননি।
ওই মহিলার দাবি, তিনি জানতেন না যে লেবু তার সন্তানের কতটা ক্ষতি করতে পারে। একদিন দুপুরে শিশুটিকে একটি লেবু দেওয়া হয়। কিন্তু তার পরেই দেখা যায় তার গায়ে লাল ফোসকা পড়ে গিয়েছে। শিশুটির শারীরিক অবস্থা এমনই হয়ে যায় যে গোটা পরিবার দুশ্চিন্তায় পড়ে।
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ওই মহিলা শেয়ারও করেছেন গোটা ঘটনাটি। তিনি লিখেছেন, ছেলে বাড়ির সুইমিং পুলে খেলছিল। তার হাতে ছিল একটি কাটা লেবু। খেলতে খেলতেই সে লেবুটি খাচ্ছিল। এই সময়ই কিছুটা লেবুর রস তার বুকে পড়ে। সূর্যের আলোর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেখানে বড় লাল ফোসকা পড়ে যায়।
advertisement
ধীরে ধীরে ছেলেটির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। বুকের ওই অংশ ফুলে যেতে থাকে। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। মহিলার দাবি, ‘আমিএর আগে এমন ঘটনার কথা শুনিনি, দেখিনি কখনও। তাই প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম।’
তড়িঘড়ি শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, একে বলে মার্গারিটা বার্ন বা ফাইটোফোটোডার্মাটাইটিস। পরিস্থিতি এমনই খারাপ হয়ে গিয়েছিলে যে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল ওই শিশুটিকে। এমন ঘটনার কথা অনেকেই জানেন না। তাই সতর্ক হওয়া প্রয়োজন।
advertisement
চিকিৎসকদের দাবি, মার্গারিটা বার্ন কোনও অ্যালার্জি নয়। তাই যেকোনও সময় এটি যেকোনও মানুষের হতে পারে। সাইট্রাস বা লেবু জাতীয় ফলের রসের সঙ্গে ফটোসেন্সিটাইজিং রাসায়নিক ত্বকে বিক্রিয়া করলে এটা হওয়া সম্ভব। সূর্যালোকের সংস্পর্শে এলেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক সময় গায়ের রং বদলে যায়। এই রঙ বদল বছরের পর বছর স্থায়ী হতে পারে। লেবু থেকেই সাধারণত এমন হয়। তবে আম, গাজর বা পার্সলে থেকেও হতে পারে। কারণ এতে সাইট্রিক অ্যাসিড থাকে যা সংবেদনশীল ত্বকে জ্বালা সৃষ্টি করে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lemons in Sunlight-Phytophoto Dermatitis: সূর্যের আলোয় ভুলেও খাবেন না লেবু! মারাত্মক ঘটনা ঘটতে পারে শরীরে, মার্গারিটা বার্ন রোগ কী জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement