এবারের দীপাবলিতে ঘরেই তৈরি করুন চকোলেট-নারকেল বরফি

Last Updated:

ঘরেই তৈরিই করুন দীপাবলির মিষ্টি ! ট্রাই করুন চকোলেট-নারকেল বরফি

#কলকাতা: ১৩ দিন পরেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ ৷ ঘরে ঘরে সবাই মেতে উঠবে দীপাবলির আনন্দে৷ আর এই আনন্দে অন্যতম মিষ্টিমুখ ৷ মিষ্টি ছাড়া কোনও উৎসবই যেন জমে না ৷ তবে এবার না হয় একটু আগে থেকেই তৈরি হয়ে উঠুন ৷ ঘরেই তৈরিই করুন দীপাবলির মিষ্টি ! ট্রাই করুন চকোলেট-নারকেল বরফি
কী কী লাগবে
লবন বর্জিত মাখন - 55 গ্রাম (গলিত)
গুঁড়ো করা চিনি - 25 গ্রাম
advertisement
গুঁড়ো বিস্কুট - 15
নুন - খুব সামান্য
কনডেন্সড মিল্ক - 125 মিলি
নারকেল - 40 গ্রাম
চকলেট চিপস - 125 গ্রাম
বাদাম - 50 গ্রাম (কাটা)
কীভাবে তৈরি করবেন
বরফি তৈরী শুরু করার আগে, একটি বাটিতে গুঁড়ো বিসকুট, গুঁড়ো করা চিনি ও নুন একসঙ্গে মিশিয়ে নিন| মিশ্রণটি পাশে সরিয়ে রাখুন উপাদানগুলো মেশাবার সময় 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি-হিট করতে বসিয়ে দিন ৷ এবার, একটি বড় বাটিতে গলানো মাখন নিন ৷ এতে বিস্কুটের ওই মিশ্রণটি যোগ করুন ৷ তারপর, ভালো করে ওই গুঁড়ো বিস্কুটের মিশ্রণটি মাখন এর সঙ্গে মাখিয়ে নিন ৷ একটি বেকিং ট্রেতে পুরো মিশ্রণটি ঢেলে দিন ৷ বেকিং ট্রেটি তৈলাক্ত করার প্রয়োজন নেই ৷ একটি চামচের সাহায্যে চেপ্টে দিন ৷ বিস্কুট মিশ্রনের উপর নারকেল ছড়িয়ে দিন ৷ নারকেলের একটি সমান স্তর তৈরী করুন| এবার সমানভাবে চকোলেট চিপস ছড়িয়ে দিন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এবারের দীপাবলিতে ঘরেই তৈরি করুন চকোলেট-নারকেল বরফি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement