Diwali Special Mutton Recipe: আসছে কালীপুজো, সুস্বাদের বাজিমাত হোক আওয়াধি গোস্ত কোর্মা দিয়ে!

Last Updated:

Diwali Special Mutton Recipe: কালীপুজো স্পেশ্যাল আওয়াধি গোস্ত কোর্মা- একটু অন্য ধারার রান্না, তাই রেঁধে-বেড়ে চমকে দেওয়া যায় সবাইকে।

দেখলেই জিভে জল! দিওয়ালি রঙিন করবে অবধি গোস্ত কোর্মা...
দেখলেই জিভে জল! দিওয়ালি রঙিন করবে অবধি গোস্ত কোর্মা...
#কলকাতা: যাঁরা মাংস খেতে ভালোবাসেন তাঁদের কাছে কালীপুজোর (Kali Puja) গুরুত্ব অসীম। কারণ এই পুজোয় প্রাণ খুলে আমিষ খাওয়া যায়। বাঙালির কাছে কচি পাঁঠার মাংস(Diwali Special Mutton Recipe) আর কালীপুজো দু'টোই প্রায় সমার্থক। অস্বীকার করে লাভ নেই এই সময় মা কালীর আশীর্বাদে কোমর বেঁধে মাংস রান্না(Diwali Special Mutton Recipe) করায় বেশ আনন্দ পাওয়া যায়। আর সেই মাংসের পদ চেটেপুটে খেয়ে যদি বন্ধু ও আত্মীয়রা প্রশংসা করে তাহলে তো কথাই নেই। আমরা নিয়ে এসেছি একদম কালীপুজো স্পেশ্যাল আওয়াধি গোস্ত কোর্মা(Awadhi Gosht Kurma Recipe)। একটু অন্য ধারার রান্না, তাই রেঁধে-বেড়ে চমকে দেওয়া যায় সবাইকে।
যে যে উপাদান লাগবে-
advertisement
২ কেজি পাঁঠার মাংস
দু'টো কালো এলাচ
২ ইঞ্চি দারচিনি
এক চা চামচ রসুন বাটা
এক চা চামচ হলুদ
advertisement
এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
এক টেবিল চামচ ধনে গুঁড়ো
৬ টেবিল চামচ দই
১ চা চামচ গরম মশলা
এক চা চামচ কেশর
স্বাদ অনুযায়ী নুন
দুই টেবিল চামচ গোলাপজল
৪ টেবিল চামচ পেঁয়াজ ভাজা
advertisement
আধ কাপ জল
৪ সবুজ এলাচ
দু'টো তেজপাতা
৪ টেবিল চামচ রান্নার তেল
সাজানোর জন্য-
৪ টেবিল চামচ ধনেপাতা ও এক চা চামচ আদা কুচি
advertisement
রান্নার পদ্ধতি
আঁচে পাত্র বসিয়ে সবুজ এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি সব একসঙ্গে দিয়ে হালকা করে এক মিনিট মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে মাংস(Diwali Special Mutton Recipe) দিতে হবে। নুন আর হলুদও দিতে হবে এবং আরও এক মিনিট নাড়তে হবে। এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট(Diwali Special Mutton Recipe)। এবার দিতে হবে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা এবং ভাজা পেঁয়াজ। ভাল করে খুন্তি বা হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার এক চামচ গরম জলে ভেজানো কেশর বা স্যাফরন এর মধ্যে মিশিয়ে দিতে হবে। কেশর মেশানো হয়ে গেলে দিতে হবে দই আর গোলাপ জল। পাত্র ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে। যদি পাঁচ মিনিট পরেও পাত্রে জল থেকে যায় সেটা শুকিয়ে নিতে হবে। এবার আবার ঢাকা দিয়ে আটা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিতে হবে। বাকি রান্না হবে দমে এবং মাঝারি আঁচে। রান্না হয়ে গেলে উপরে ধনেপাতা ও আদা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম রুমালি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali Special Mutton Recipe: আসছে কালীপুজো, সুস্বাদের বাজিমাত হোক আওয়াধি গোস্ত কোর্মা দিয়ে!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement