দীপাবলির স্পেশ্যাল মেনু নিয়ে হাজির ব্লু অরকিড ! লোভনীয় খাবারে সেজেছে রেস্তোরাঁ !

Last Updated:

পণ্ডিতিয়া রোডের ব্লু অর্কিডে ঘুরে আসতে পারেন।

#কলকাতা: ভোজন রসিক বাঙালি, উৎসবে আর কিছু হোক না হোক কবজি ডুবিয়ে পেটপুজো চাই। দিওয়ালি, দীপাবলি বা কালি পুজো যাই বলি, সকলে মিলে হই হুল্লোড় বা পার্টি করা, এই বছর সম্ভব নয়। করোনার জন্য এবারটা বাদ। কিন্তু জমিয়ে রসনা তৃপ্তি করতে আপত্তি কোথায়? স্পেশ্যাল দিনগুলোতে নিশ্চয়ই হেঁসেলে খুন্তি নাড়তে আর ইচ্ছে করছে না। বাইরে খাওয়া যেতেই পারে। হাইজিন বজায় রেখেছে এমন রেস্তোরাঁয়, পাড়ি দিতে পারেন। না হলে তো অবশ্যই রয়েছে হোম ডেলিভারি অপশন।তেমন জায়গার সন্ধান নিয়ে হাজির নিউজ 18 বাংলা।
পণ্ডিতিয়া রোডের ব্লু অর্কিডে ঘুরে আসতে পারেন। এই চাইনিজ রেস্তোরাঁয় সার্ভ করা হয় চাইনা টাউন ধাঁচের চাইনিজ। সাধ্যের মধ্যে পাবেন সুস্বাদু সব খাবার। রয়েছে হোম ডেলিভারি অপশনও।
দিওয়ালি স্পেশ্যাল মেনুতে প্রথমে দেখে নেওয়া যাক স্টাটার্স।
advertisement
মাশরুম সল্ট পেপার- ২০০চিলি গার্লিক পেপার বেবিকরন- ১৮০কুং পাও ফিশ- ২৫০ক্রিসপি ফ্রায়েড প্রন- ৩৬০চিলি চিকেন ড্রাই- ২৩০কুং পাও চিকেন- ২৩০ক্রিসপি ফ্রায়েড ফিশ- ২৫০
advertisement
মেইন কোর্সে থাকছে
মিক্সড ক্যান্টনিজ নুডলস- ২১০মিক্সড চিলি গার্লিক ফ্রায়েড রাইজ- ২০০
সাইড ডিশে থাকছে
হট গার্লিক পনির- ১৮০মাঞ্চুরিয়ান কলিফ্লাওয়ার- ১৮০হুনান ফিশ- ২৭০লেমন চিকেন- ২৪০ব্যাং ব্যাং ফিশ- ২৭০চিলি লেমন প্রন- ৩৭০
এছাড়াও থাকছে রোজকার মেনু। তাতেও রয়েছে অসম্ভব লোভনীয় সব ডিশ।
advertisement
ARUNIMA DEY
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দীপাবলির স্পেশ্যাল মেনু নিয়ে হাজির ব্লু অরকিড ! লোভনীয় খাবারে সেজেছে রেস্তোরাঁ !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement