গহন, টানা চোখের আলোয় মায়াবী হোক রাত! দীপান্বিতায় প্রদীপকেও হার মানাবে এমন বড় চোখ
- Published by:Rachana Majumder
Last Updated:
কিছুদিন পরেই এসে যাবে দীপাবলি। সাজগোজ করার সময় তাই চোখের কথা মাথায় রাখতেই হবে।
মুখের মধ্যে সবচেয়ে বাঙ্ময় হল চোখ। তাই মেকআপ করার সময় চোখের গুরুত্ব অনেক বেশি। আর কিছুদিন পরেই এসে যাবে দীপাবলি। সাজগোজ করার সময় তাই চোখের কথা মাথায় রাখতেই হবে। কাজল, আইলাইনার, মাস্কারা- অনেকেই মনে করেন যে এই সব প্রসাধনী শুধু ছোট চোখ যাঁদের তাঁদেরই লাগে। আসলে কিন্তু তা নয়। বরং যাঁদের বেশ বড় চোখ তাঁদেরও কিছু বিশেষ টিপস লাগে। বড় এবং ফোলা চোখের জন্য কেউ কেউ আবার অনলাইনের ভিডিওর উপর নির্ভর করেন। যদিও সেখানে সব সময় সঠিক গাইডেন্স দেওয়া থাকে না। বড় এবং ফোলা চোখ অন্য ধরনের হয়। তাই এই রকমের চোখের মেকআপও অন্য রকমের হবে।
আইশ্যাডো লাগানোর সময়
যেহেতু চোখ ইতিমধ্যেই বড়, তাই আইশ্যাডোর জন্য ঘন এবং গাঢ় রঙ এড়িয়ে যেতে হবে যাতে দেখতে ভাল লাগে। বড় চোখের জন্য বেছে নেওয়া যায় বাদামি ও গোলাপি শেডের রঙ। যদি গাঢ় রঙ বেছে নেওয়া হয়, তাহলে খুব সাবধানে ব্যবহার করতে হবে যাতে এটি লাগালে চোখ উগ্র না দেখায়।
advertisement
advertisement
কাজল কীভাবে বেছে নিতে হবে
বড় চোখ হলেও তাতে কাজল সুন্দর লাগে। কাজল লাগালে চোখে একটা ক্লাসিক লুক আসে। তবে এক্ষেত্রে শুধুই কাজল ব্যবহার করতে হবে। সাদা বা ন্যুড শেডের আই পেনসিল ব্যবহার করলে বড় চোখ ভাল দেখায় না। কাজল লাগালেও সরু করে আইলাইনার লাগাতে হবে যাতে চোখ বোল্ড দেখায়।
advertisement
যদি গ্লিটার আইশ্যাডো লাগে
টানা-টানা মোটা চোখ যাঁদের হয় তাঁদের চোখের পাতা ফোলা ফোলা আর ভারী হয়। এমনি আইশ্যাডো লাগালে এরকম চোখের পাতা ভাল লাগে না। তাই গ্লিটার দেওয়া আইশ্যাডো লাগালে এই সমস্যা অনেকটাই দূর হবে।
আরও পড়ুন- অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
নকল চোখের পাতা বা আইল্যাশ
advertisement
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাঁদের চোখ বড় বা একটু বাইরে বেরিয়ে থাকা ধরনের তাঁদের চোখের পাতা বা আইল্যাশ ছোট হয়। নকল আইল্যাশ লাগিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে- আইল্যাশ লাগাতে হবে হাল্কা চুলের টেক্সচারের। বেশি লম্বা পাতা দেওয়া আইল্যাশ লাগালে বড় চোখ ভাল দেখাবে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 10:50 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গহন, টানা চোখের আলোয় মায়াবী হোক রাত! দীপান্বিতায় প্রদীপকেও হার মানাবে এমন বড় চোখ