সাবেকি মায়ের ভোগের প্রধান পদ; কালীপুজোয় এবার বাড়িতেই বানান পাঁঠার মাংসের খিচুড়ি!

Last Updated:

Five Ways to Welcome Goddess Lakshmi Home This Year: কালীপুজোয় যেহেতু আমিষ খাওয়ায় কোনও বাধা নেই তাই খিচুড়িতে মাংস মেশালে তার স্বাদ হবে দ্বিগুণ।

Representational Image
Representational Image
#কলকাতা: পুজোর ভোগ মানেই খিচুড়ি, এ তো বলাই বাহুল্য। কালীপুজোয় যেহেতু আমিষ খাওয়ায় কোনও বাধা নেই তাই খিচুড়িতে মাংস মেশালে তার স্বাদ হবে দ্বিগুণ। রইল কালীপুজো স্পেশ্যাল মাংসের খিচুড়ির দুর্দান্ত রেসিপি।
উপাদান
গোবিন্দভোগ চাল ১ কাপ
advertisement
মুগ ডাল ৩/৪ কাপ
পাঁঠার মাংসের কিমা ২৫০ গ্রাম
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
কড়াইশুঁটি ১/২ কাপ
আলু ৩টে মাঝারি সাইজের
advertisement
পেঁয়াজ কুচিয়ে কাটা ২টো মাঝারি সাইজের
কাঁচা লঙ্কা ৪-৫টা, মাঝখান দিয়ে চেরা
নুন আন্দাজমতো
আদা বাটা দেড় টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
advertisement
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
গরম মশলা পাউডার ১/২ চা চামচ
সর্ষের তেল
ঘি ৩ টেবিল চামচ
জল সাড়ে ৩ কাপ
ফোড়নের জন্য লাগবে-
দু'টো শুকনো লঙ্কা
তেজপাতা ৩টে
advertisement
গোটা এলাচ ৩-৪টে
গোটা জিরে ১/২ চা চামচ
দারচিনি ১ ইঞ্চির দু'টো স্টিক
লবঙ্গ ৪টে
প্রণালী
আলুর খোসা ছাড়িয়ে দুই ভাগে কেটে আলাদা করে রেখে দিতে হবে। একটি কুকারে মটন কিমা, কালো গোলমরিচ গুঁড়ো এবং আধা চা চামচ নুন দিতে হবে। কুকারে জল দিতে হবে। কুকারের ঢাকনা বন্ধ করে ৪টি শিস দেওয়ার পর আঁচ থেকে নামিয়ে একটু পরে ঢাকনা খুলে দিতে হবে।
advertisement
একটি গভীর ফ্রাইং প্যানে/কড়াইতে ৪ টেবিল চামচ তেল গরম করতে হবে। এবার ফোড়নের জন্য উল্লিখিত উপাদানগুলি যোগ করে কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে।
কাটা পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে হালকা বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পরে রসুনের পেস্ট মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে। আদার পেস্ট, আধা চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ৩টি কাঁচা লঙ্কা এবং নুন দিতে হবে। সব মিশিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যেতে শুরু করে।
advertisement
এর সঙ্গে সেদ্ধ কিমা দিয়ে ভালো করে মেশাতে হবে। পাত্র ঢেকে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট বা মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত রান্না করতে হবে।
একটি প্যানে মুগ ডাল মাঝারি আঁচে হালকা সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। তার পর ধুয়ে আলাদা করে রাখতে হবে। একটি গভীর পাত্রে চাল, ডাল, জল, নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, আলু, ২টি কাঁচা লঙ্কা এবং ১ চামচ তেল দিয়ে চাল ও ডাল একসঙ্গে মাঝারি আঁচে রান্না করতে হবে। চাল ও ডাল আধ সেদ্ধ হয়ে গেলে কিমা ও কড়াইশুঁটি দিতে হবে।
advertisement
এই খিচুড়ি অল্প শুকনো হবে। এখন ১০-১২ মিনিট পর ঘি, চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না করতে হবে। তার পর নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবেকি মায়ের ভোগের প্রধান পদ; কালীপুজোয় এবার বাড়িতেই বানান পাঁঠার মাংসের খিচুড়ি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement