Diwali 2020: রোড ট্রিপ আর সি বিচ, দীপাবলির ছুটিতে এই দুইয়ের চাহিদা সবচেয়ে বেশি ভারতীয়দের কাছে, বলছে সমীক্ষা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
লকডাউন পর্বে একটানা ঘরে বন্দী থাকতে থাকতে অনেকেরই মনে প্রবল হয়ে উঠেছিল ভ্রমণতৃষ্ণা। ফলে, সবে পেরিয়ে যাওয়া দুর্গাপুজোর সময়েও দেশের নানা প্রান্তে পর্যটকদের ভিড় চোখে পড়েছে।
#কলকাতা: পর্যটন শিল্পে যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে জোয়ার এসেছে, তা এর মধ্যেই অনেক রিপোর্ট আমাদের জানিয়ে দিয়েছে। এর মধ্যে অস্বাভাবিকও কিছু নেই। লকডাউন পর্বে একটানা ঘরে বন্দী থাকতে থাকতে অনেকেরই মনে প্রবল হয়ে উঠেছিল ভ্রমণতৃষ্ণা। ফলে, সবে পেরিয়ে যাওয়া দুর্গাপুজোর সময়েও দেশের নানা প্রান্তে পর্যটকদের ভিড় চোখে পড়েছে।
চলতি বছরের দীপাবলিতেও তার অন্যথা হচ্ছে না। বাঙালির দিক থেকে যদি কালীপুজো বলে ধরতে হয়, তা হলে সেই পুণ্য লগ্ন সপ্তাহান্তে পড়ায় অনেকেই বেরিয়ে পড়ছেন শর্ট ট্রিপে। আর যদি সর্বভারতীয় ক্ষেত্রে ৫ দিনের দিওয়ালি উৎসবের কথা ধরা হয়, সে ক্ষেত্রে ছুটির মেয়াদ তো আরও বেশি!
মজার ব্যাপার, OYO হোটেল অ্যান্ড হোম এ প্রসঙ্গে এক চমকপ্রদ তথ্য জানিয়েছে। বর্তমানে দেশের পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই সংস্থা জানিয়েছে যে চলতি বছরের দিওয়ালিতে হয় রোড ট্রিপ, নয় তো সাগরসৈকতে যেতেই বেশি উৎসাহী দেশের মানুষ।
advertisement
advertisement
OYO প্রকাশিত এই খবর বলছে যে দেশের মধ্য়ে রোড ট্রিপের দিক এবং সার্বিক ভাবে সব চেয়ে জনপ্রিয় ছুটির গন্তব্যের তালিকায় রয়েছে জয়পুর, কেরল, গোয়া, বিশাখপত্তনম আর বারাণসী। উত্তর ভারতের একটা বড় অংশ, বিশেষ করে দিল্লি আর লখনৌ থেকে জয়পুরে ঘর বুকিং হয়েছে দীপাবলির মরশুমে সব চেয়ে বেশি। আবার দেশের দক্ষিণ প্রান্তের কথা ধরলে চেন্নাই আর বেঙ্গালুরুর বাসিন্দারা বেশি ঘর বুক করেছেন কেরল এবং কোচির নানা গন্তব্যে, রয়েছে দক্ষিণের জনপ্রিয় সমুদ্রতটগুলোও চাহিদায়। দেশের প্রায় সব জায়গা থেকেই ঘর বুক হয়েছে গোয়ায়, তবে তার মধ্যেও পুণে, বেঙ্গালুরু আর হায়দরাবাদ থেকে গোয়াযাত্রীরা সংখ্যায় বেশি!
advertisement
তা বলে এটা মনে করার কারণ নেই যে শৈলশহরগুলো জনপ্রিয়তা হারিয়েছে। সাগরসৈকতের মতো না হলেও ধীরে ধীরে দেশের নানা পর্বতাঞ্চলে বেড়ে চলেছে পর্যটক সমাগম, জানিয়েছে OYO। সিমলা, মানালি, মুন্নার, উটি, গ্যাংটকে লকডাউনের পরেও তেমন পর্যটকের ভিড় হয়নি, তবে দীপাবলির ছুটিতে এই জায়গাগুলোতেও ঘর বুকিং হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। বিশেষ করে শৈলশহরের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সিমলা। দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা- দেশের এই শহরগুলো থেকে পাহাড়ে যাওয়ার চাহিদা তাদের নজরে এসেছে বলে জানাচ্ছে OYO।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2020 3:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2020: রোড ট্রিপ আর সি বিচ, দীপাবলির ছুটিতে এই দুইয়ের চাহিদা সবচেয়ে বেশি ভারতীয়দের কাছে, বলছে সমীক্ষা!