Health Hygiene Tips|| আপনাকে নিশ্চয় শেভ করতে হয়! প্লাস্টিক নাকি সেফটি রেজার! শরীরের জন্য কোনটা ভাল? জানুন...

Last Updated:

Disposable razors vs Safety razors: প্লাস্টিক রেজার না কি সেফটি রেজার! ব্যবহারের জন্য কোনটা ভালো? এই প্রশ্ন প্রায়শই আমাদের মাথায় আসে।

#কলকাতা: প্লাস্টিক রেজার না কি সেফটি রেজার! ব্যবহারের জন্য কোনটা ভালো? এই প্রশ্ন প্রায়শই আমাদের মাথায় আসে। সেফটি রেজারে শুধু ব্লেড বদলাতে হয়। তাহলেই অনন্তকাল চলবে। আর প্লাস্টিক রেজার কয়েকবার ব্যবহারের পরই ফেলে দিতে হয়। পরেরবার নতুন।
কিন্তু সমস্যা হল প্লাস্টিক রেজার রিসাইকেল করা যায় না। কারণ রেজারের মতো ধারালো জিনিস অনেক মিশ্র উপাদান দিয়ে তৈরি। ফলে তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা অসম্ভব কাজ। প্রতি দিন এমন কত শত প্লাস্টিক পরিবেশের সঙ্গে মিশছে কল্পনা করলে কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে এ ভাবে যত্ন করুন রুক্ষ-শুষ্ক চুলের, সুন্দর-উজ্জ্বলতা আসবে দিন কয়েকেই
সেদিক থেকে সেফটি রেজার তুলনাহীন। স্টিলের শক্তপোক্ত বডি। যা ভাঙা বা নষ্ট করা প্রায় দুঃসাধ্য কাজ। ফলে একবার কিনলেই বহু দিন চলে। দু'দিকেই ব্যবহার করা যায়। বদলাতে হয় শুধু ব্লেড। সবচেয়ে বড় কথা এটা পরিবেশবান্ধব। একবার সেফটি রেজারে কাটার মজা পেলে প্লাস্টিক বা ডিজপোজেবল রেজারে আর মন উঠবে না।
advertisement
advertisement
সেফটি রেজার ব্যবহারের সুবিধা: 
দুর্দান্ত শেভ:
দু'বার চিন্তা করার দরকার পড়ে না। ইচ্ছে করলেই ব্লেড বদলানো যায়। অসহায়ের মতো ভোঁতা ব্লেড দিয়ে দাড়ি কাটার কষ্ট থেকে এক মুহূর্তে মুক্তি মেলে।
পকেট ফ্রেন্ডলি, সস্তাও:
একবার টাকা খরচ করে কিনলেই হল। তার পর শুধু ব্লেডের দামটুকু পড়বে। প্লাস্টিক রেজারের মতো বার বার কেনার ঝামেলা নেই। যেখানে খুশি নিয়েও যাওয়া যায়। যত্ন নিয়ে ব্যবহার করলে আজীবন চলবে।
advertisement
সেফটি রেজারে কণামাত্র প্লাস্টিক ব্যবহার হয় না। ব্যবহারের পর ফেলেও দিতে হয় না। ফলে পুরোপুরি প্রকৃতিবান্ধব। পরিবেশ নিয়ে চিন্তা থাকলে সেফটি রেজার বেস্ট।
কাটার সম্ভাবনা কম:
সাধারণত ভোঁতা ব্লেডের জন্য কেটে যায়। ধার থাকলে গালের উপর মাখনের মতো চলে ব্লেড। প্লাস্টিক রেজারে কাটা কাটা একাধিক ব্লেড থাকে। ফলে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনকী চামড়ার খাঁজেও আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেফটি রেজারে একটাই ব্লেড। প্রয়োজনে সেটাও বদলে ফেলা যায়। ফলে কাটাকাটির সামান্য সম্ভাবনাও থাকে না।
advertisement
নতুন ব্লেড সহজেই পাওয়া যায়:
সেফটি রেজারে সাধারণত একটি নির্দিষ্ট সাইজের ব্লেড ব্যবহার করা হয়। যা খুব সহজেই বাজারে পাওয়া যায়। ফলে এটা পেতে কাঠখড় পোড়াতে হয় না। যে কোনও স্টেশনারি দোকানেই মেলে। তাই সেফটি রেজার ব্যবহার করা সহজ, পকেটেরও সাশ্রয়। সঙ্গে পরিবেশবান্ধবও।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Hygiene Tips|| আপনাকে নিশ্চয় শেভ করতে হয়! প্লাস্টিক নাকি সেফটি রেজার! শরীরের জন্য কোনটা ভাল? জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement