শীতের সঙ্গে কমলালেবুর যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, ঠিক তেমনই ধনেপাতারও। আজকাল বারোমাস পাওয়া গেলেও শীতকাল এলে এই দুই যেন রাজত্ব করে বাঙালি ও বাঙালির রসনায়। তা সে যে কোনও রান্নায় হোক না কেন কিংবা ফুচকা বা চাটের মতো মুখরোচক পদ হোক, তাতে অল্প একটু ধনেপাতা (Coriander Leaves) কুঁচি ছড়িয়ে দিলেই খাবারে স্বাদ ও সৌন্দর্য বেড়ে যায় এক ধাক্কায়। প্রতীকী ছবি।