Hemophilia Symptoms: মারাত্মক প্রাণঘাতী এই রোগ, উপসর্গ দেখলেই ছুটুন চিকিৎসকের কাছে

Last Updated:

প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত এবং চিকিৎসা না করা হলে সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এমনকী এই রোগ মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে।

কলকাতা: এমন অনেক জন্মগত রোগ রয়েছে, যেগুলির সময়মতো চিকিৎসা না হলে পরে মারাত্মক আকার ধারণ করতে পারে। এরকম একটি মারাত্মক রোগ হল হিমোফিলিয়া। সময়মতো চিকিৎসা না করালে তা পরবর্তী কালে মারাত্মক হয়ে উঠতে পারে। প্রকৃতপক্ষে, হিমোফিলিয়া নামের মারাত্মক রোগটি শিশুর জন্মের পর থেকেই ৮ এবং ৯ ফ্যাক্টরের অভাবের কারণে ঘটে। এমতাবস্থায় প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত এবং চিকিৎসা না করা হলে সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এমনকী এই রোগ মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে।
লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান ডা. নবরত্ন গুপ্তা বলেন, একটি শিশু যখন জন্ম নেয়, তখন অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি আরও বলেন, “প্রতি ১০ হাজার শিশুর মধ্যে এমন একটি শিশুর জন্ম হয়, যার মধ্যে হিমোফিলিয়া নামক মারাত্মক রোগ দেখা যায়। আসলে আমাদের শরীরে মোট ১৩টি ফ্যাক্টর রয়েছে। ৮ এবং ৯ ফ্যাক্টরের অভাবের কারণে শিশুদের শরীরে হিমোফিলিয়া রোগটি পরিলক্ষিত হয়। শিশুদের এই রোগের চিকিৎসা শৈশব থেকেই শুরু হলে ফ্যাক্টরের মাধ্যমে এই ঘাটতি পূরণ হয়। যার কারণে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।”
advertisement
আরও পড়ুনMutton Cooking Secret Recipe: ছোট্ট একটা ঘরোয়া ‘সিক্রেটে’ নরম তুলতুলে হবে মটন, রইল সুস্বাদু রান্নার টিপস
ডা. নবরত্ন গুপ্তার ব্যাখ্যা, এই ফ্যাক্টরগুলি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকার মেডিক্যাল কলেজগুলিতে বিনামূল্যে প্রদান করে থাকে। বর্তমানে এই ধরনের ৭০টি শিশুর নাম মেডিক্যাল কলেজে রেজিস্টার্ড রয়েছে, যাদের হিমোফিলিয়ার চিকিৎসা চলছে। তাঁর কথায়, কারও যদি হিমোফিলিয়া নামক মারণ রোগ থাকে, তাহলে তিনি মেডিক্যাল কলেজে যোগাযোগ করতে পারেন। আসলে এই রোগের চিকিৎসা ব্যক্তিগত ভাবে করাতে গেলে তা ব্যয়বহুল হতে পারে। কারণ এক-একটি ফ্যাক্টরের মূল্য আট থেকে দশ হাজার টাকার মধ্যে।
advertisement
advertisement
লোকাল 18 এর সঙ্গে আলাপচারিতায় আবার রোগী রাজন চৌধুরী বলেন যে, তিনি হিমোফিলিয়া সম্পর্কে মানুষকে সচেতন করছেন। আসলে ছোটবেলা থেকেই তিনি এই মারাত্মক রোগে ভুগছেন। এতে যে ব্যথা হয়, তা বেশ কষ্টকর। তাই সকলের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, যাঁদের এমন কোনও সমস্যা রয়েছে, তাঁদের অবশ্যই কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hemophilia Symptoms: মারাত্মক প্রাণঘাতী এই রোগ, উপসর্গ দেখলেই ছুটুন চিকিৎসকের কাছে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement