Mutton Cooking Secret Recipe: ছোট্ট একটা ঘরোয়া 'সিক্রেটে' নরম তুলতুলে হবে মটন, রইল সুস্বাদু রান্নার টিপস
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Bengali Delicious Dish: চুটকিতে খাসির মাংস রান্না! বাটা মশলায় মাংস হবে সুস্বাদু এবং তুলতুলে নরম, ঘরোয়া উপায়ে নরম নরম খাসির মাংস রান্নার রেসিপি
advertisement
advertisement
advertisement
এভাবে খাসির মাংস রান্নায় প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিতে হবে। অনেকেই মনে করেন খাসির মাংস জলে ধুলে ভাল সিদ্ধ হয় না, এই ধারণা একেবারেই ভুল। নিশ্চিন্তে মাংস ধুয়ে নিতে পারেন। এরপর পরিমাণ মত আদা, রসুন, ধনে, জিরে, লঙ্কা এবং দারুচিনি, গোটা লঙ্কা এবং তেজপাতা এলাচ। মাংস ম্যারিনেট করে নেওয়া যেতে পারে। অথবা সাধারণত মাংস মসলা ভেজে করাইতে দিয়ে কষিয়ে নিয়ে।
advertisement
ভাল করে কষা হয়ে যাবার পর জল ঢেলে দিন। এবার একটু ফুটতে শুরু করলে ১ কেজিতে ৫০থেকে ১০০ গ্রাম কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে কেটে ঝোলে ফেলে দিন। প্রেসার কুকারে রান্না করলে একটু কম সময় লাগবে, অথবা যে কোনও পাত্রে নিশ্চিন্তে রান্না করলেও মাংস হবে নরম তুলতুলে। এই সহজ রেসিপিতে খাসির মাংস রান্নার স্বাদ হবে অসাধারণ।









