Unhealthy Breakfast : এই সব দিয়ে জলখাবার সারছেন? জানুন কোনটা শরীরের ক্ষতি করছে! বলছেন পুষ্টিবিদ রেশমী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Unhealthy Breakfast : জলখাবারে কি আদৌ সবরকমের খাদ্য পুষ্টি জোগায়? উপকারের চেয়ে অপকার করে বসে না তো কিছু খাবার? নিউজ18 বাংলার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করলেন প্রখ্যাত পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরী।
কলকাতা: শরীর আসলে একটি যন্ত্রের মতো। সকালে চা বা কফি খেয়ে জলখাবার করা মানে শরীরে ফুয়েল ভরা। আর সেই ফুয়েলের জোরেই সারাদিনের জন্য শরীর চালনাশক্তি পায়। কিন্তু জলখাবারে কি আদৌ সবরকমের খাদ্য পুষ্টি জোগায়? উপকারের চেয়ে অপকার করে বসে না তো কিছু খাবার? এই প্রশ্ন সকলের মনেই কমবেশি ওঠে। আর নিউজ18 বাংলার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করলেন প্রখ্যাত পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরী।
রেশমীর কথায়, ‘‘মেটাবলিজম রেট বাড়ে সারাদিনের খাবারের উপর নির্ভর করে। যা আমরা খাই, তা শক্তিতে রূপান্তরিত হয়। তাই ভাল জলখাবার খাওয়া খুব দরকার। কারণ মেটাবলিজম রেট সবথেকে বেশি নির্ধারণ করা যায় জলখাবারের পরিপ্রেক্ষিতে। তবে তার মধ্যে কোনও কোনও ধরনের খাবার খাওয়া উচিত নয় জলখাবারে। কারণ সারারাত ধরে ক্লান্ত শরীর ঘুমিয়ে থাকে, সকালে ওঠার পর সেই শরীর সবরকম কাজের জন্য প্রস্তুত নয়। গোটা হজম ক্ষমতা তখন মাত্র শুরু হয়। সেই তালিকা দেওয়ার চেষ্টা করছি সংক্ষেপে।’’
advertisement
advertisement
১. ছুটির দিনে লুচি পরোটা আলুভাজা খান অনেকেই। একটা দু’টো দিন এই জলখাবারে মন ভাল থাকে, তাতে ক্ষতি নেই। কিন্তু রোজ এই জলখাবার খাওয়া উচিত নয়। কারণ এতে তেল অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা হয়। জলখাবারে তেলেভাজা জিনিস না খাওয়াই শ্রেয়। সক্কাল সক্কাল এত তেল হজম করার ক্ষমতা থাকে না শরীরের। ঝুড়িভাজা, নিমকি, চানাচুরও এই তালিকায় পড়বে।
advertisement
২. সকালবেলা প্রোটিনের মাত্রা যেন সমতা বজায় রেখে শরীরে যায়, সেদিকে নজর দিতে হবে। হাই প্রোটিন সকালবেলা খাওয়া উচিত নয়। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ব্যালেন্স থাকতে হবে। যেমন ডিম বা দুগ্ধজাত প্রোটিন অর্থাৎ ছানা, দুধ বা দই খাওয়া যেতে পারে। কিন্তু অন্যান্য প্রাণিজাত প্রোটিন বাদ দেওয়া উচিত, যেমন মাংস। অনেকেই আজকাল সকালবেলা চিকেন সসেজ দিয়ে জলখাবার সারেন। সেটা মোটেও ভাল নয়।
advertisement
৩. বিভিন্ন ধরনের প্রসেসড এবং প্রিজার্ভেটিভ দেওয়া খাবার সকাল সকাল খেলে হজমের সমস্যা বেড়ে যাবে।
ভাল জলখাবার মানেই ভারী হতে হবে কিন্তু তাতে থাকবে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভিটামিন-মিনারেলের সঠিক অনুপাতের মিশ্রণ। একটু ফলও থাকতে হবে জলখাবারে। ডিম থাকলে দই বা দুধ বাদ। আবার দই বা দুধ থাকলে ডিমটা বাদ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Unhealthy Breakfast : এই সব দিয়ে জলখাবার সারছেন? জানুন কোনটা শরীরের ক্ষতি করছে! বলছেন পুষ্টিবিদ রেশমী