Diabetes:ডায়াবেটিসে জেরবার? এই উপায়ে ৭৫% রোগীর সুগারের মাত্রা কমল, পড়ুন বিস্তারিত
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল ডায়বেটিস। ২০১৯ সালে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৭.৭ কোটি। যা ২০৪৫ সালের মধ্যে বেড়ে হতে পারে প্রায় ১৩ কোটি ৪২ লক্ষ
#নয়াদিল্লি: ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল ডায়াবেটিস। ২০১৯ সালে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৭.৭ কোটি। যা ২০৪৫ সালের মধ্যে বেড়ে হতে পারে প্রায় ১৩ কোটি ৪২ লক্ষ। যা ভারতের হেলথকেয়ার সিস্টেমে গভীর প্রভাব ফেলতে পারে। এখনই এই বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া দরকার। না-হলে ভারতের উপরে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে, কারণ প্রতিদিন এই ধরনের রোগীর সংখ্যা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে এই সমস্যা নাগালের বাইরে চলে যেতে পারে।
আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের একটি প্রোজেক্টে লক্ষ্য করে দেখা গিয়েছে যে, ভারতে ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা হতে পারে প্রায় ৯৮ মিলিয়ন। এই প্রোজেক্টের মাধ্যমে BeatO একটি পরীক্ষা চালায় ভারতের ডায়াবেটিস রোগীদের উপরে। সেই পরীক্ষায় তারা ব্যবহার করে ডিজিটাল সাপোর্ট যুক্ত রিয়েল টাইম সেলফ মনিটরিং সিস্টেম। যা টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নির্ধারণ করে। এই পরীক্ষা করা হয় প্রায় ৭,১১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে, যাদের বয়স ৫০ বছরেরও বেশি এবং যাঁরা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের ব্লাড সুগারের মাত্রা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম, যা ডিভাইস দ্বারা ডিজিটাল অ্যাপের সঙ্গে যুক্ত। সেই রোগীদের ব্লাড সুগারের মাত্রা নির্ধারণ করার পর তাদের জন্য কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা হয়। এই কাউন্সেলিং সেশনে তাদের জন্য নিয়ে আসা হয় এক জন সার্টিফায়েড এডুকেটর কোচ। এই ধরনের কাউন্সেলিং সেশনের পরে সেই সকল ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার লেভেলের পরিমাণ প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে।
advertisement
advertisement
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সেই প্রোজেক্টের মাধ্যমে BeatO-র কাউন্সেলিং সেশনে ৭৫ শতাংশ ডায়াবেটিস রোগীর সুগারের মাত্রা কমেছে। এই মেডিক্যাল রিসার্চ স্টাডি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে। এই মেডিক্যাল রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন নামী ডাক্তার। এই রিসার্চে বর্ণনা করা হয়েছে কী ভাবে টাইপ ২ ডায়াবেটিস রোগীর ব্লাড সুগারের মাত্রা কমানো সম্ভব একটি কাউন্সেলিং সেশনের মাধ্যমে। সেই রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে, এক জন সার্টিফায়েড এডুকেটর কোচের কাউন্সেলিং সেশনের মাধ্যমে প্রায় ৭৫ শতাংশ ডায়াবেটিস রোগীর সুগার লেভেল কম গিয়েছে। সুতরাং ভারতে আশার আলো দেখাতে পারে এই ধরনের কাউন্সেলিং সেশন। এর মাধ্যমে কমানো যেতে পারে ভারতের ডায়াবেটিস রোগীর সংখ্যা, যা প্রতি নিয়ত বেড়েই চলেছে। এখনই এর উপরে জোর দিতে পারলে ডায়াবেটিস সমস্যার সমাধান করা সম্ভব।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 2:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes:ডায়াবেটিসে জেরবার? এই উপায়ে ৭৫% রোগীর সুগারের মাত্রা কমল, পড়ুন বিস্তারিত