Offbeat Destination: ইতিহাসে ঠাসা এই জায়গায় পা পড়লেই গা ছমছম করে, মিলেছে জাতীয় সৌধের তকমাও! কোথায় বলুন তো?

Last Updated:

Day out Destination: জটার দেউলের মুকুটে জাতীয় সৌধের তকমা। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা কর্তৃক লাগানো ফলকে এখন জ্বলজ্বল করছে সেই কথা। ফলে এবার আরও পর্যটক বাড়বে বলে মনে করছেন সকলেই। 

+
জটার

জটার দেউল

রায়দিঘি: জটার দেউলের মুকুটে জাতীয় সৌধের তকমা। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা কর্তৃক লাগানো ফলকে এখন জ্বলজ্বল করছে সেই কথা। ফলে এবার আরও পর্যটক বাড়বে বলে মনে করছেন সকলেই। এমনিতেই প্রাচীন এই দেউলে পর্যটকদের আনাগোনা সারা বছর লেগেই থাকে। বছর শেষের দিনগুলিতে সেই ভিড় আরও বাড়ে। তবে এবার আরও বেশি পর্যটক আসবে বলে মনে করছেন সকলে।
ফলকে লেখা হয়েছে “ইষ্টক নির্মিত এই দেব-দেউলটি আনুমানিক খ্রীষ্টীয় একাদশ শতকে নির্মিত হয়েছিল। জটাধারী শিবের নামানুসারে এটির নাম হয় জটার দেউল। এটির নকশার উপর ক্রুশাকার ও বক্ররেখা বা গঠিত শিকারাযুক্ত যা উত্তর ভারতের দেব দেউলে দেখা যায়।” এই লেখনীর ফলে এই দেউলের প্রতিষ্ঠাক্ষণ এবং দেউলটি যে মন্দির তা নিশ্চিত করা যায়। আগে কিছুজন মনে করতেন এটি পোর্তুগিজদের তৈরি ওয়াচ টাওয়ার। তবে এখন সমস্ত কল্পনার অবসান ঘটেছে।
advertisement
আরও পড়ুনঃ নাইট সাফারির সুযোগ দক্ষিণের ‘এই’ জায়গায়, কাপল ফ্রেন্ডলি রিসর্টও পাবেন, বড়দিনে ঘুরে আসুন
যদিও তার ফলে মন্দিরের আশেপাশে কোথাও মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষন সংস্থা। ফলে সেখানে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। নলকূপ অথবা পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু নির্মাণ করা যাচ্ছে না‌। এ কথা জানিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা।‌ তিনি বলেন, এই মন্দির সকলের গর্বের একটি জিনিস। এই মন্দির ঘিরে উন্নয়ন হোক আরও পর্যটক আসুক এটাই চান তিনি। তার জন্য সবপক্ষকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Destination: ইতিহাসে ঠাসা এই জায়গায় পা পড়লেই গা ছমছম করে, মিলেছে জাতীয় সৌধের তকমাও! কোথায় বলুন তো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement