Datura Benefits: এক চুল এদিক ওদিক হলেই চরম বিষাক্ত! ডাক্তারের পরামর্শ মেনে খেলে গাঁটের ব্যথা, হাঁপানিতে ধন্বন্তরি এই ফল
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Datura Benefits: যাঁদের জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস, হাঁপানি এবং ত্বক ইত্যাদি সংক্রান্ত নানা সমস্যা রয়েছে তাঁদের জন্য ধুতুরার ফল খুবই উপকারী।
ধুতুরা ভগবান শিবের প্রিয় ফুল, এটি শুধুমাত্র আমাদের ধর্মীয় কারণেই গুরুত্বপূর্ণ নয়, এর নানান স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। এর পাতা, বীজ ও ফল ঔষধি গুণে ভরপুর। আয়ুর্বেদে, এটি একটি ব্যথা উপশমকারী এবং প্রদাহ কমানোর ওষুধ হিসাবে বিবেচিত হয়।
যাঁদের জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস, হাঁপানি এবং ত্বক ইত্যাদি সংক্রান্ত নানা সমস্যা রয়েছে তাঁদের জন্য ধুতুরার ফল খুবই উপকারী। এটি পরিপাকতন্ত্রের উন্নতিতেও সহায়ক। তবে আমাদের মনে রাখতে হবে, ধুতুরা কিন্তু আদতে বিষাক্ত, তাই এটি শুধুমাত্র কোনও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই খাওয়া উচিত।
উত্তরাখণ্ডের ঋষিকেশের কায়কল্প হার্বাল ক্লিনিকের চিকিৎসক ডা. রাজকুমার (ডিইউএম) লোকাল 18-কে জানিয়েছেন যে, ধুতুরা, যা ইংরেজিতে “জিমসনউইড” নামে পরিচিত, এটি একটি গুরুত্বপূর্ণ ওষধি উদ্ভিদ। এর পাতা, বীজ ও ফলের অনেক ওষধি গুণ রয়েছে।
advertisement
advertisement
আমাদের আয়ুর্বেদে ধুতুরা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি একটি কার্যকর ব্যথা উপশমকারী। এছাড়াও এটি আর্থ্রাইটিস, পেশির ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ধুতুরা হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের নানা সমস্যাতেও সমান উপকারী, কারণ এটি শ্বাসযন্ত্রের টিউবগুলিকে শিথিল করে।
আরও পড়ুন : বদহজম, বাত, গাঁটের ব্যথার যম! তবে ভেষজ গুণের খনি এই গাছ বাড়ির এই বিশেষ দিকে না বসালেই ঘোর অমঙ্গল
ধুতুরা ফল হজম প্রক্রিয়ার উন্নতিতে বিশেষ ভাবে সহায়ক। এছাড়াও এটি ফোঁড়া এবং চুলকানির মতো ত্বকের নানা সমস্যা নিরাময়েও সহায়ক। ধুতুরা হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের সমস্যা থেকেও মুক্তি দেয়। এর কারণ এটি শ্বাসতন্ত্রে স্বস্তি প্রদান করে। এর পাতা ও ফল খাওয়া হজমের জন্য বিশেষ ভাবে উপকারী।
advertisement
তবে আমাদের মনে রাখতে হবে যে, ধুতুরা সাবধানতার সঙ্গে খাওয়া উচিত, কারণ অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করলে বিষের প্রতিক্রিয়া হতে পারে। তাই এটি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া গর্ভবতী মহিলা, শিশু বা বৃদ্ধদের একেবারেই ব্যবহার করা উচিত নয়। এটি একটি শক্তিশালী ওষুধ, যা সঠিক ভাবে সাবধানে ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী প্রমাণিত হতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 8:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Datura Benefits: এক চুল এদিক ওদিক হলেই চরম বিষাক্ত! ডাক্তারের পরামর্শ মেনে খেলে গাঁটের ব্যথা, হাঁপানিতে ধন্বন্তরি এই ফল