Darjeeling Trip: পাহাড়-জঙ্গলে ঘেরা ছোট্ট স্টেশন! টয়ট্রেন এসে দাঁড়াতেই গরম ধোঁয়া ওঠা মোমো! ছোট্ট ছুটির ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Trip: পাহাড়ি আঁকাবাঁকা পথে জঙ্গলের মাঝ দিয়ে কু ঝিকঝিক শব্দে চোখের সামনে এসে দাঁড়াবে টয়ট্রেন! পাহাড়ের কোলে বাহারি স্বাদ! টয়ট্রেন থেকে মোমো পাহাড় জঙ্গল সব একসঙ্গে ঘুরে আসুন...
দার্জিলিং: পর্যটকদের কাছে পাহাড় মানেই এক শান্তির জায়গা এবং পাহাড় মানেই নেপালি জনজাতির হাতের তৈরি সুস্বাদু মোমো। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সব সময়ই খাওয়ারের কথা আসলেই পছন্দের তালিকায় থাকে মোমো। সেই অর্থে পাহাড় যাব আর মোমো খাব না, তা আবার হয় নাকি?
এবার সেই পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে সুস্বাদু মোমো খেতে হলে আপনাকে আসতেই হবে দার্জিলিংয়ের বুকে অন্যতম এক জনপ্রিয় জায়গা রংটংয়ে। এখানে এলে মোমো খেতে খেতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়বে, ঐতিহ্যবাহী টয় ট্রেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আরও পড়ুনঃ এসির গ্যাস ফুরিয়েছে? ঠান্ডা হচ্ছে না ঘর? মেকানিক ছাড়ুন…! বিনা খরচে, বিনা যন্ত্রে নিজেই বুঝুন, শিখুন সহজ কৌশল
কারণ প্রতিনিয়ত এই রংটংয়ের রাস্তা হয়েই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটে চলে টয়ট্রেন, সেই অর্থেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক অন্যতম নিদর্শন হল রংটং স্টেশন, আর সেই স্টেশনের ধারেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট মোমোর দোকান। স্থানীয় এক বাসিন্দা বলেন, একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বসে মোমো খেতে খেতে প্রকৃতির মাঝে এই টয়ট্রেনের আনন্দ উপভোগ করতে প্রতিনিয়ত এখানে ছুটে আসে পর্যটকেরা। এখানে এলে নিমিষেই মন ভাল হয়ে যাবে। তাহলে আর দেরি কিসের আপনিও যদি মোমো প্রেমী হন, তাহলে পাহাড় মোমো এবং ঐতিহ্যবাহী টয়ট্রেন এই তিনটি জিনিসের কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাবেন দার্জিলিংয়ের বুকে অতি পরিচিত সকলের পছন্দের জায়গা রংটংয়ে।
advertisement
advertisement
তাই আর দেরি না করে ছুটির দিনে বা উইকেন্ডে নিজের পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে চলে মোমো খেতে খেতে পাহাড়কে উপভোগ করতে চলে আসুন রংটংয়ের এই ঐতিহ্যবাহী জায়গায়।
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 9:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling Trip: পাহাড়-জঙ্গলে ঘেরা ছোট্ট স্টেশন! টয়ট্রেন এসে দাঁড়াতেই গরম ধোঁয়া ওঠা মোমো! ছোট্ট ছুটির ঠিকানা