কাঁচালঙ্কা আপনার পরম বন্ধু, গুণ জানলে চমকে যাবেন আপনিও . . .

Last Updated:

কাঁচালঙ্কা শুধুই মুখের রুচি ফেরায় না কাঁচালঙ্কার অপার গুণ শুনলে চমকে যাবেন আপনিও ৷ প্রথমত কাঁচালঙ্কার তাপনমূল্য নেই অর্থাৎ জিরো ক্যালোরি কাঁচালঙ্কা

#কলকাতা: কাঁচালঙ্কা শুধুই মুখের রুচি ফেরায় না কাঁচালঙ্কার অপার গুণ শুনলে চমকে যাবেন আপনিও ৷ প্রথমত কাঁচালঙ্কার তাপনমূল্য নেই অর্থাৎ জিরো ক্যালোরি কাঁচালঙ্কা ৷ মেটাবলিজম রেট ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ৷
ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় রোজ কাঁচালঙ্কা খেলে ৷ কাঁচালঙ্কার মধ্যে কার্ডিও ভ্যাসকুলার পদ্ধতিকে সক্রিয় করে তোলে ৷ রক্তে কোলেস্টেরল, প্লেটরেটের সমতা বজায় রাখে, আগাত পেলে অনেক সময়ে রক্ত জমাট বাঁধা বা ক্লট হওয়ার প্রবণতা কমায় ৷
কাঁচালঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর শরীরের ভিটামিন সি অত্যন্ত পরিমাণে প্রয়োজন হয়ে থাকে ৷ আর ভিটামিন সি শরীর থেকে দ্রুত নির্গত হয়ে থাকে ৷ তাই কাঁচালঙ্কা শরীরে ভিটামিন সি এর সমতা বজায় রাখে ৷
advertisement
advertisement
কাঁচালঙ্কা শরীরের অনেক রোগের সঙ্গে সাইনাস থেকেও মুক্তি দেয় ৷ আকারণে ঠান্ডা লাগার হাত থেকেও রীতিমত রক্ষা করে থাকে ৷ লঙ্কা অনেক ধরণের ব্যাথা যন্ত্রণা থেকে মুক্তি দেয় ৷ হজম ক্ষমতা বাড়িয়ে তোলে কয়েকগুণ ৷
এনার্জি বাড়াতে কাঁচালঙ্কার অনেক সাহায্য করে থাকে ৷ শরীরের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে থাকে কাঁচালঙ্কা ৷ ভিটামিন সি, কে এর সঙ্গে আয়রনও আছে কাঁচালঙ্কায় ৷ অ্যান্টিব্যাকেরিয়াল উপাদান থাকায় চামড়ার সংক্রমণ রোধ করে কাঁচালঙ্কা ৷
advertisement
রক্ততঞ্চনে কাঁচালঙ্কার বিশেষ গুরুত্ব আছে ৷ শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লঙ্কা ৷ প্রতিদিন কাঁচালঙ্কা আপনার মেনুতে রাখুন আর ভাল থাকুন, সুস্থ থাকুন ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কাঁচালঙ্কা আপনার পরম বন্ধু, গুণ জানলে চমকে যাবেন আপনিও . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement