Healthy Lifestyle: যৌন মিলনের সময়ে বা পরে কেঁদে ফেলা? কোন রহস্য লুকিয়ে আছে জটিল এই শারীরিক ইতিবৃত্তে?

Last Updated:

Crying after Physical Intimacy: ২০১৫ সালের এক সমীক্ষায় ২৩০ জন হেটেরোসেক্সুয়াল নারীর মধ্যে বিষয়টি নজরে আসে। ২০১৮ সালের সমীক্ষায় দেখা যায় শুধু নারীরাই নন, ১২০৮ জন পুরুষও এই সমস্যায় ভুক্তভোগী।

Crying After Sex
Crying After Sex
#কলকাতা: পোশাকি ভাষায় একে বলা হয় পোস্টকয়টাল ডিসফোরিয়া (Post-coital Dysphoria) বা পিসিডি (PCD); মতান্তরে পোস্টকয়টাল ট্রিসটিজ (Post-coital tristesse) বা পিসিটি (PCT)। নাম যাই হোক, ব্যাপারটা আদতে যৌন মিলনের সময়ে বা ঠিক পরেই কেঁদে ফেলার সমস্যা (Healthy Lifestyle)।
২০১৫ সালের এক সমীক্ষায় ২৩০ জন হেটেরোসেক্সুয়াল নারীর মধ্যে বিষয়টি নজরে আসে। ২০১৮ সালের সমীক্ষায় দেখা যায় শুধু নারীরাই নন, ১২০৮ জন পুরুষও এই সমস্যায় ভুক্তভোগী। এঁদের মধ্যে ৪ শতাংশের সঙ্গে আবার নিয়মিতই ব্যাপারটা ঘটে বলে জানা গিয়েছিল।
advertisement
কেন এমন হয়?
১. যৌন মিলনের চরম সুখানুভূতিতে চোখ দিয়ে জল বেরিয়ে আসতে পারে।
২. যৌন উত্তেজনা শেষ হয়ে যাওয়া মেনে নিতে না পেরে অনেকে কেঁদে ফেলেন।
৩. শারীরিক প্রতিক্রিয়া স্তম্ভিত করে দিলেও কান্নার সম্ভাবনা থাকে।
৪. যৌনাঙ্গের ব্যথার কারণেও কেঁদে ফেলা খুব স্বাভাবিক।
৫. সঙ্গী/সঙ্গিনীকে তৃপ্ত করা যাচ্ছে কি না, সেই উদ্বেগ থেকেও অনেকে কেঁদে ফেলতে পারেন।
advertisement
৬. যৌন মিলন নিয়ে অপরাধবোধ থাকলে তার জেরেও কেঁদে ফেলা অস্বাভাবিক নয়।
৭. মিলনেয় সময়ে যৌন উত্তেজনা স্তিমিত হয়ে এলে অনেকে লজ্জায় কেঁদে ফেলেন।
৮. যৌনতা নিয়ে অতীতের খারাপ অভিজ্ঞতার কারণেও চোখে জল আসতে পারে।
এক্ষেত্রে কী করা উচিত?
advertisement
১. নিজে কেঁদে ফেললে:
- নিজেকে সময় দেওয়া উচিত, যাতে ব্যাপারটা সামলে নেওয়া যায়।
- সঙ্গী/সঙ্গিনীর সঙ্গেও কথা বলতে হবে, যাতে তিনি ভুল না বোঝেন।
- মিলন অসম্পূর্ণ না রেখে যৌনতা নিয়ে কথা চালিয়ে যাওয়া, যাতে আবার কাছাকাছি আসতে ইচ্ছা হয়।
২. সঙ্গী/সঙ্গিনী কেঁদে ফেললে:
- কোথায় সমস্যা হচ্ছে, জেনে নেওয়া প্রয়োজন।
advertisement
- তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে।
- তাঁদের প্রয়োজনীয় সময় দিতে হবে।
- কখনওই জোর করে যৌন মিলন করা যাবে না।
৩. রোজ এরকম হতে থাকলে:
সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে আলোচনার মাধ্যমেও যদি বিষয়টি নিয়ন্ত্রণে না আসে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উচিত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle: যৌন মিলনের সময়ে বা পরে কেঁদে ফেলা? কোন রহস্য লুকিয়ে আছে জটিল এই শারীরিক ইতিবৃত্তে?
Next Article
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE