Covid 19 Symptoms : মাথা আর শরীরের এই জায়গাগুলোয় ব্যথা? কোভিডের প্রাথমিক লক্ষণ নয় তো?
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
Last Updated:
Covid 19 Symptoms : মাথা ব্যথা এবং পেশিতে ব্যথা কোভিড-১৯-এর উপসর্গ হতে পারে। কীভাবে এই উপসর্গগুলো চিহ্নিত করতে হবে, জেনে নেওয়া যাক।
সর্দি-কাশি, জ্বর এবং স্বাদ ও গন্ধ চলে যাওয়াই কোভিড-১৯-এর সবচেয়ে পরিচিত উপসর্গ। তবে আজকাল করোনাভাইরাসে আক্রান্তদের শরীরে আরও অন্যান্য অস্বস্তিকর লক্ষণ দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম হল বিশেষ বিশেষ জায়গায় ব্যথা হওয়া। করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে এখন একটি হল ব্যথাও। তাই সতর্কতামূলক লক্ষণ বুঝতে পারলে প্রাথমিকভাবে সংক্রমণ চিহ্নিত করা এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু করা যাবে। সেক্ষেত্রে মাথা ব্যথা এবং পেশিতে ব্যথা কোভিড-১৯-এর উপসর্গ হতে পারে। তাহলে কীভাবে এই উপসর্গগুলো চিহ্নিত করতে হবে, জেনে নেওয়া যাক।
মাথা ব্যথা
করোনাভাইরাসের লক্ষণ হিসাবে মাথা ব্যথা খুব একটা পরিচিত নয়। কোভিড-১৯ সংক্রমণের একেবারে প্রথম দিকে মাথা ব্যথা হতে দেখা যায় এবং সাধারণত এই লক্ষণটি তিন থেকে পাঁচ দিন থাকে। সেক্ষেত্রে মাঝারি থেকে গুরুতর মাথা ব্যথা হতে পারে। রোগী মাথায় 'দপ-দপ করার মতো', 'চাপ ধরা' কিংবা 'খোঁচানোর' মতো ব্যথা অনুভব করেন। এই ধরনের মাথা ব্যথা সাধারণ পেইনকিলার খেলে কমে যায়। আবার দীর্ঘ সময় পর্যন্ত মাথা ব্যথা থাকতে পারে, যার ফলে এটি লং কোভিডের লক্ষণ হয়ে ওঠে। তবে করোনাভাইরাসের লক্ষণ হলেও অন্য কোনও কারণে মাথা ব্যথা হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।
advertisement
advertisement
পেশিতে ব্যথা করোনাভাইরাসের একটি সাধারণ লক্ষণ এবং বিশেষ করে ওমিক্রনের এটি অন্যতম লক্ষণ হিসেবে দেখা হয়। কোভিড-১৯-এ সংক্রামিতরা পেশিতে বিশেষত কাঁধে কিংবা পায়ে ব্যথা অনুভব করেন। কোভিড সম্পর্কিত পেশির ব্যথা মৃদু হয় ঠিকই, কখনও কখনও অতিরিক্ত ক্লান্ত থাকলে তা কিছুটা গুরুতর হতে পারে। পেশিতে ব্যথা কিছু মানুষের দৈনন্দিন কাজেও প্রভাব ফেলে। পেশিতে ব্যথা সাধারণত দুই থেকে তিন দিন থাকে, কিন্তু কিছু মানুষের দীর্ঘদিন থেকে যায়। তবে পেশির ব্যথার পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে।
advertisement
আরও পড়ুন : ইন্টারকোর্স না করেও এই উপায়ে পাওয়া যায় শরীরী সঙ্গমের তৃপ্তি ও আনন্দ
কোভিডের অন্যান্য উপসর্গ
এই দুই ধরনের ব্যথার মতো কোভিডের আরও অন্যান্য লক্ষণও একই সঙ্গে থাকতে পারে। কোভিড-১৯-এ সবচেয়ে সংক্রামিত অঙ্গ হল ফুসফুস। সেক্ষেত্রে কোভিড-১৯-এর কিছু সবচেয়ে পরিচিত লক্ষণগুলি হল শরীরের তাপমাত্রা বেড়ে যায় কিংবা ঠান্ডা লাগা, এক ঘন্টার বেশি সময় ধরে খুব কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, খিদে কমে যাওয়া এবং ডায়রিয়া ইত্যাদি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 9:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Covid 19 Symptoms : মাথা আর শরীরের এই জায়গাগুলোয় ব্যথা? কোভিডের প্রাথমিক লক্ষণ নয় তো?