Murshidabad Tourism: টাইম মেশিনে সওয়ার হয়ে নবাবি আমলে ফিরে ছোট্ট ছুটি কাটাতে চান? আপনারই অপেক্ষায় রয়েছে এই রাজবাড়ি

Last Updated:

Murshidabad Weeekend Destination: রাজা দীনবন্ধু রায় তৈরি করেন সুদৃশ্য এই প্রাসাদটি। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ এই প্রাসাদ।

+
 কাশিমবাজার

 কাশিমবাজার রাজ প্যালেস

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: নবাব ও রাজরাজাদের স্মৃতি বিজড়িত বহু সৌধ, প্রাসাদ রয়েছে ঐতিহাসিক শহর বহরমপুরে। যার মধ্যে অন্যতম রাজকীয় রায় পরিবারের কাশিমবাজার রাজবাড়ি। মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। রাজা দীনবন্ধু রায় তৈরি করেন সুদৃশ্য এই প্রাসাদটি। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ এই প্রাসাদ। আগামী দিনে পুজোর ছুটি হোক বা অন্য কোনও সময় এবার জমজমাট এই কাশিমবাজার ছোট রাজবাড়ি। মূলত পর্যটকদের প্রতি আকর্ষণ ও পর্যটন মানচিত্রে কাশিমবাজার রাজবাড়িকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল।
জানা গিয়েছে, ইউরোপীয় সংস্কৃতির এক অনুষ্ঠান বাংলার মাটিতে তুলে ধরা হয়েছে রায় পরিবারের পক্ষ থেকে। জমকালো অনুষ্ঠান শুরু হয় হেরিটেজ ওয়াক দিয়ে। রাজা প্রশান্ত রায়, রানি সুপ্রিয়া রায়, পুত্র পল্লব রায় , রায় পরিবারের নবীন, প্রবীণ সদস্য, এই শহরের বিশিষ্ট মানুষজন তাঁদের হাত ধরে উদযাপনের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে।
advertisement
পর্যটকদের কথা মাথায় রেখেই রাজপ্রাসাদের অন্দরে সূচনা হল একটি ফটো গ্যালারির। ফিতে কেটে যার উদ্বোধন করলেন বিশিষ্ট চিত্র শিল্পী সুদীপ রায়। বিশেষ দিনে হেরিটেজ ওয়াকের মাধ্যমে জীবন্ত ইতিহাসকে চাক্ষুষ করলেন একঝাঁক শিল্পপ্রেমী। অভিনব এক প্রয়াসের সাক্ষী থাকল ইতিহাসে মোড়া রাজবাড়ির অন্দর। বিশেষ আকর্ষণ ছিল বসে আঁকো প্রতিযোগিতা। যেখানে ১৭৫৭-র কাশিমবাজার কেমন ছিল, সেই ছবি জল রং, তুলি, ক্যানভাসের টানে ফুটিয়ে তুলল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ক্যানভাসে জীবন্ত হল ইতিহাস
advertisement
advertisement
আরও পড়ুন : কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজা
মূলত ঐতিহ্য ও সাবেকিয়ানায় মোড়া কাশিমবাজার রাজবাড়ি। ইতিহাস যেখানে কথা বলে আজও। শুধু বইয়ের পাতা উল্টে নয়, ক্যানভাসে চোখ রেখে ফিরে তাকানো ইতিহাসে অলিন্দে। মূলত পর্যটকদের প্রতি আকর্ষণ ও পর্যটন মানচিত্রে কাশিমবাজার রাজবাড়িকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিগত কয়েক বছরে নতুন রঙে সেজে উঠে বর্তমানে তা হয়ে উঠেছে হেরিটেজ গেস্ট হাউস। সান্ধ্য জমকালো অনুষ্ঠানের আগে সকাল থেকেই উৎসবমুখর কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়্যালস। পুজোর আগে বাড়তি পাওনা ইতিহাসপ্রেমী পর্যটকদের।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: টাইম মেশিনে সওয়ার হয়ে নবাবি আমলে ফিরে ছোট্ট ছুটি কাটাতে চান? আপনারই অপেক্ষায় রয়েছে এই রাজবাড়ি
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement