Offbeat Food: নাম ‘ভাটের খই’! কিন্তু পুষ্টিগুণ জানলে চমকে যাবেন! কোনওদিন খেয়েছেন এই খই!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat Food: মালদহের কৃষ্ণনগর গ্রামেই তৈরি হয় এই খই, বিল থেকে তুলে নিয়ে আসা হয়, তারপর ভাজা হয় খই
হরষিত সিংহ, মালদহ : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ শালুক ফল। এই ফল অনেকেই ভাটের ফল নামে চেনেন। কিন্তু সকলেই অবহেলা করেন এই ফল। তবে পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের গঠনের জন্য খুব উপকারী। শরীরের হাড়, দাঁত শক্ত করে, স্নায়ুর কর্মক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে এই ফল।পুষ্টিগুণে ভরপুর এই জলজ ফল থেকে তৈরি খইয়ের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।গোটা বছর পাওয়া যায় না।শীতের প্রথম দিকেই মালদহ শহরের ফুলবাড়ি মেলায় ভাটের খই বিক্রি হয়। মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে গুটিকয়েক পরিবার এই খই তৈরি করে আসছেন বিগত কয়েক বছর ধরে। দীর্ঘদিন ধরে খই ভেজে জমা করেন। সেগুলি মেলায় প্রায় একমাস ধরে বিক্রি করেন। প্রস্তুতকারী বচন মণ্ডল বলেন, ‘‘বিল থেকে ভাট তুলে নিয়ে আসি। তারপর পচিয়ে বীজ বার করা হয়। সেই বীজ শুকিয়ে বালি দিয়ে ভাজা হয়।’’
শালুক ফুল থেকে ফল হয়। মালদহে সেই ফলকে ভাট ফল বলা হয়। মালদহ জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিল রয়েছে, সেগুলিতে শালুক দেখা যায়। অক্টোবর মাস থেকে শালুক ফল তোলা শুরু করেন এই গুটি কয়েক পরিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা সেগুলি নিয়ে আসেন। বাড়িতে সেই ফল পচানো হয়। ফল পচে গেলে ভেতরের বীজ বেরিয়ে আসে। জলে পচা ফল পরিষ্কার করে বীজ বার করা হয়। সেই বীজ ভাল করে রৌদ্রে শুকিয়ে তারপর বালি দিয়ে ভাজা হয় খই। সেই খই থেকে বালির কণা ও অনান্য নোংরা পরিষ্কার করা হয়। এই ভাবেই তৈরি হয় শালুক ফলের খই। বিক্রেতা রবি মণ্ডল বলেন, বাজারে ভাল চাহিদা রয়েছে। প্রতিবছর দাম পাওয়া যায়।আমরা মেলায় বিক্রি করি।c
advertisement
advertisement
এই খই ওজনে খুব হালকা। খুব ছোট ছোট শালুক ফলের বীজ। খই এর আকার যেমন ছোট তেমনি ওজনেও হালকা।তবে বাজারে চাহিদা খুব। প্রতিবছর মালদহ-সহ আশেপাশের বাসিন্দারা এই খই কেনার জন্য অপেক্ষায় থাকেন। গত বছর বাজারে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এই বছরেও দাম পাবেন আশায় রয়েছেন বিক্রেতারা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 3:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Food: নাম ‘ভাটের খই’! কিন্তু পুষ্টিগুণ জানলে চমকে যাবেন! কোনওদিন খেয়েছেন এই খই!