ছোট্টবেলার সঙ্গী ‘হাট্টিমাটিম টিম’ আদতে ৪ লাইনের নয়, ৫২ লাইনের ছড়া! গোটা ছড়াটা পড়ে নিন

Last Updated:

ছোট্টবেলার সঙ্গী ‘হাট্টিমাটিম টিম’ আদতে ৪ লাইনের নয়, ৫২ লাইনের ছড়া! গোটা ছড়াটা পড়ে নিন

#কলকাতা: বাঙালি, অথচ ছোটবেলায় 'হাট্টিমাটিম’ শোনেনি, বলেনি, এমন বাঙালি পাওয়া দুষ্কর! সেই হামাগুড়ি থেকে গুটিগুটি পায়ে হাঁটা... ছোট্টবেলার অনেকটা জুড়ে রয়েছে এই ছড়াটা! কিন্তু শতকরা ৮০ শতাংশ বাঙালিই জানেন, ভীষণ চেনা এই ছড়াটা মাত্র চার লাইনের...
‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
advertisement
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।'
কিন্তু ছড়াটি মোটেই চার লাইনের নয়। বাংলাদেশের জনপ্রিয় লেখক রোকনুজ্জামান খানের লেখা এই ছড়াটি আদতে ৫২ লাইনের! এই চারটে লাইন আসলে ছড়াটির শেষ চার লাইন।
চলুন, ফিরে যাই সেই ছোট্টবেলায়! অরেকবার না হয় গুটিগুটি হাঁটি বা হামাগুড়ি দিই! গায়ে মাখি ছোটবেলার চেনা গন্ধ, সেই চেনা কবিতা! পড়ে নিই, 'হাট্টিমাটিম'-এর গোটা কবিতাটা---
advertisement
টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
advertisement
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
advertisement
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
advertisement
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ছোট্টবেলার সঙ্গী ‘হাট্টিমাটিম টিম’ আদতে ৪ লাইনের নয়, ৫২ লাইনের ছড়া! গোটা ছড়াটা পড়ে নিন
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement